• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মিসবাহ-ইউনিসের বিদায় হবে বিষাদের’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০১৭, ২০:১৮

আগে অবসরের ঘোষণা দেন মিসবাহ-উল-হক। পরে তার পথ ধরে এ ঘোষণা দেন ইউনিস খান। জানিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তারা। সেই তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার। জ্যামাইকার সাবিনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

স্বাভাবিকভাবেই বিদায়ী সিরিজ রাঙাতে চাইবেন মিসবাহ-ইউনিস। তবে তাদের বিদায়কে বিষাদে পরিণত করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। একরকম পাকিস্তানকে হুমকিই দিয়ে রাখলেন ক্যারিবীয় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার।

সবশেষ মুখোমুখি টেস্টে শারজায় পাকিস্তানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এবারো সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা। মাঠ ছাড়তে চান জয় নিয়ে। হতাশায় মাথা নিচু মাঠ ছাড়াতে চান মিসবাহদের।

জেসন হোল্ডার বলেন, গেলো বছরের শেষটা আমাদের দারুণ ছিল। শারজায় পাকিস্তানকে হারিয়েছিলাম। তার প্রত্যাবর্তন চাই। আমাদের সেই সক্ষমতা আছে। ওই টেস্টে আমরা তাদের ২০ উইকেট তুলে নিয়েছিলাম। এবারো সেরকম কিছুই হবে বলে মনে করছি।

আর মাত্র ২৩ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করবেন ইউনিস খান।

টেস্টের মূল লড়াই শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন মিসবাহরা। তিন দিনের প্রস্তুতি ম্যাচটা হয়েছে ড্র। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে বারবাডোজে ৩০ এপ্রিল। আর মিসবাহ-ইউনিসের বিদায়ী ম্যাচ হবে ডমিনিকায় ১০ মে।

টেস্ট সিরিজের আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজটিও ২-১ ব্যবধানে দখল করে তারা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ৯৬ লাখেরও বেশি শিশুর রক্তে অতিরিক্ত মাত্রায় সিসা
গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত : ইউনিসেফ
X
Fresh