• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সুযোগ পেলে সর্বোচ্চটা উজাড় করে দেবো : নাসির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১৩:১২

দীর্ঘ বিরতির পর ফের দলে ডাক পেয়েছেন নাসির হোসেন। তবে আয়ারল্যান্ড সিরিজের মূল দলে থাকলেও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। তবুও আবারো জাতীয় দলে ফিরতে পারায় দারুণ উচ্ছ্বসিত মি. ফিনিশার খ্যাত ক্রিকেটার।

দেশের মাটিতে ইমার্জিং কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন নাসির হোসেন। ৪ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৫৪.৬৭ গড়ে করেছেন ১৬৪ রান। বল হাতে নিয়েছেন ৩ উইকেট। ইমার্জিং কাপের ফর্মটাকে ঢাকা প্রিমিয়ার লিগেও টেনে এনেছেন তিনি। মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেছেন ১০৬ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস। পরের দু’ম্যাচেও মাঠ ছেড়েছেন অপারজিত থেকে দলকে জিতিয়ে। তারই পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরলেন স্পিনিং অলরাউন্ডার।

নাসির হোসেন বলেন, স্কোয়াডে স্থান পাওয়া আমার জন্য অবশ্যই বিশেষ কিছু। জাতীয় দলে খেলা বেশ তৃপ্তির। এটি প্রতিটি ক্রিকেটার মাত্রই ভালো করে জানেন। মূল একাদশে জায়গা পেলে নিজের সর্বোচ্চটাই উজাড় করে দেবো।

জাতীয় দলে এখন নাসিরের স্থানে খেলছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরই মধ্যে তিনি ওয়ানডে দলে অটোমেটিক চয়েসে পরিণত হয়েছেন। তবে এসব নিয়ে মোটেও ভাবতে নারাজ রংপুরের এ ক্রিকেটার।

তিনি বলেন, এ নিয়ে আমি মোটেও ভাবছি না। ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব দলের জন্য পজিটিভ।

নাসির হোসেন সবশেষ জাতীয় দলের স্কোয়াডে ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২৫ বছর পুর্তিতে গাইবেন নাসির- কাজী শুভ- নিশি শ্রাবনী
ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ
সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করল আইসিসি
X
Fresh