• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এটিই সেরা দল : মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৭, ১২:৩৩

শ্রীলঙ্কায় সফল মিশন শেষে কিছুদিন আগে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার টাইগারদের মিশন ইংল্যান্ড-ওয়েলসে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপের পর যেটি সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসর বলে স্বীকৃত। সেই আসরে তীব্র প্রতিদ্বন্দ্বীতার জন্য চাই শক্তিশালী বাহিনী। এরই মধ্যে সেই বাহিনী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই স্কোয়াডকে সম্ভাব্য সেরা দল হিসেবে মানছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। পাশাপাশি আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্টের জন্যও দল চূড়ান্ত করে বোর্ড।

এ দলের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এটিই বাংলাদেশের সম্ভাব্য সেরা দল। এ নিয়ে আমি বেশ সন্তুষ্ট।

মাশরাফি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সফল সিরিজ হয়েছে। আমরা শুধু নিজেদের মাঠে ভালো খেলি, বাইরে পারি না; সেই দুর্নাম ঘোঁচানো গেছে। দেশের বাইরেও বাঘের গর্জন শুনেছে সবাই।