• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

পিসিবির বিশেষ সম্মাননা পাচ্ছেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০১৭, ১৮:৫৭

মার্জিত আচরণের জন্য প্রথমবারের মতো ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট ট্রফি পেতে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।

অ্যাওয়ার্ডের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে ৫০ লাখ রুপিও পাবেন তিনি।

সদ্যই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ-উল-হক। এর আগে বেশ কয়েকবার পিসিবির অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে দলে যোগ দিনে তিনি। এবার চূড়ান্তভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এ তারকা।

তার নেতৃত্বেই গেলো বছর ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টেস্টে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে পাকিস্তান।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে শেষে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন মিসবাহ-উল-হক।

পাকিস্তানের ডেইলি এক্সপ্রেস জানায়, কয়েক মাস আগেই পিসিবি ইমতিয়াজ আহমেদ স্পিরিট অব ক্রিকেট ট্রফি প্রবর্তনের সিদ্ধান্ত নেয়।

পিসিবির গভর্নিং বোর্ডের সদস্য প্রফেসর আইজাজ ফারুকির নেতৃত্বে তিন সদস্যের কমিটি মিসবাহকে এ অ্যাওয়ার্ডের জন্য বেছে নেন।

পাকিস্তানের প্রথম টেস্ট দলের সদস্য ইমতিয়াজ আহমেদের নামে স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড প্রবর্তন করে পিসিবি।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর ৮৮ বছর বয়সে মারা যান উকেটকিপার-ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ। পাকিস্তানের হয়ে ৪১ টেস্টে ২ হাজার ৭৯ রান করেন তিনি। পাকিস্তান নারী দলের কোচও ছিলেন এ বর্ষীয়ান ক্রিকেটার।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh