• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ স্কোয়াড : নাসির আছেন, নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৭, ১২:১৩

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ দল ঘোষণা করে বিসিবি।

এর আগে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেল বোর্ডের কাছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের নাম প্রস্তাব করে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের জন্যও দল চূড়ান্ত করেছে বিসিবি। এ দলে রাখা হয়েছে ১৮ ক্রিকেটারকে।

দলে একমাত্র নতুন মুখ স্পিনার সানজামুল ইসলাম। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

দীর্ঘ বিরতির পর ফের দলে ডাক পেয়েছেন ফিনিশিং অলরাউন্ডার নাসির হোসেন। আয়ারল্যান্ড সিরিজের মূল দলে থাকলেও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাকে। এছাড়া এ কাতারে আছেন নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই : নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশিষ রায় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২৫ বছর পুর্তিতে গাইবেন নাসির- কাজী শুভ- নিশি শ্রাবনী
ফিল্মফেয়ার পুরস্কার দিয়ে বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন শাহ
সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করল আইসিসি
X
Fresh