• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্সেলোনার বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ এপ্রিল ২০১৭, ০৯:৫২

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে বিদায় করে শেষ চারে জায়গা করে নিলো জুভেন্টাস। এক সপ্তাহ আগে তুরিনে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরে যায় বার্সেলোনা। তখন থেকে তাদের বিদায়-ঘণ্টা বাজতে শুরু করে।

দ্বিতীয় লেগের ম্যাচের স্কোরলাইন ০-০ হওয়ায় ৩-০ গোলের ব্যবধানেই বার্সাকে টপকে ইউরোপ সেরা হবার লড়াইয়ে জুভেন্টাস উঠে গেলো শেষ চারে।

যদিও বার্সার হাতে সুযোগ ছিলো, বার্সেলোনাকে ম্যাচটি জিততে হতো ৪ গোলের ব্যবধানে।

গোল না করতে পারলেও ম্যাচটা দুর্দান্তই খেলেছে বার্সা। একের পর এক আক্রমণ করে জুভেন্টাসের রক্ষণভাগকে ব্যস্তই রেখেছিল তারা। কিন্তু জুভেন্টাসের রক্ষণ চাপটা সামলেছে ভালোভাবেই। তবে গোলের সুযোগ বেশ কয়েকবার আসলেও মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা সে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছা দলটির সঙ্গী স্পেনের রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্সের মোনাকো।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh