• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রেকর্ড গড়ে ব্রাজিলকে সোনা এনে দিলেন সিলভা

অনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট ২০১৬, ১১:০৩

রিও অলিম্পিকে রেকর্ড গড়ে স্বাগতিক ব্রাজিলকে দ্বিতীয় সোনা এনে দিলেন থিয়াগো ব্রাজ দা সিলভা। পোল ভোল্টে ফ্রান্স, রাশিয়া ও আমেরিকান অ্যাথলেটকে পেছনে ফেলে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।

গেমসের ১০ম দিনে বাংলাদেশ সময় মঙ্গলবার ২২ বছর বয়সী সিলভা ৬.০৩ মিটার উঁচুতে লাফান। যা তার আগের পারসনাল বেস্টের চেয়ে ১০ সেন্টিমিটার বেশি।ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্রাজিলের প্রথম সোনা এটি।

এদিকে বাহরাইনের অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা জয় করলেন রুথ জেবেত। নারীদের তিন হাজার মিটার স্টিপলেচেজ-এ সামান্যের জন্য বিশ্বরেকর্ড গড়তে না পারলেও ইতিহাসে ঠিকই জায়গা পেলেন বাহরাইনের এ কিশোরী।

দশম দিন শেষে যথারীতি পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। ২৬ সোনা, ২৩ রূপা ও ২৬ ব্রোঞ্জসহ ৭৫টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। ১৬ সোনা, ১৭ রূপা ও ৮ ব্রোঞ্জসহ ৪১টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রিটেন। ১৫ সোনা, ১৪ রূপা ও ১৭ ব্রোঞ্জসহ ৪৬টি পদক ‍নিয়ে তৃতীয় চীন। এছাড়া রাশিয়া ১১ ও ইতালি জিতেছে আটটি সোনার পদক।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh