• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পানামার মিডফিল্ডারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০১৭, ১৩:১৬
২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নেইমারের সঙ্গে বল দখলের লড়াইয়ে আমিলকার হেনরিকুয়েজ। ছবি : ইএসপিএনএফসি

অকালে না ফেরার দেশে পাড়ি জমালেন পানামা জাতীয় ফুটবল দলের প্রাণভোমরা আমিলকার হেনরিকুয়েজ। শনিবার নুয়েভো কোলনে তাকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।

গুলিতে আহত হবার সঙ্গে সঙ্গে আমিলকারকে সাবানিতাসের হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পানামার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

দেশের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন আমিলকার হেনরিকুয়েজ। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

৩৩ বছরের এ অভিজ্ঞ ফুটবলারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পানামা ফুটবল ফেডারেশন।

বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, হেনরিকুয়েজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ও অভিজ্ঞ ফুটবলার ছিল। দেশের জার্সিতে মাঠে নিজেকে সব সময়ই উজাড় করে দিয়েছে এ মিডফিল্ডার।

হেনরিকুয়েজের পানামা দলে অভিষেক ঘটে ২০০৫ সালে। আরবে ইউনিডো ডি কোলন, আমেরিকা কালি, রিয়াল কার্তাগেনা, ইন্দেপেনদিয়েন্তে মেদালিন, অ্যাটলেটিকো হুইলিয়া, সান্তাক্রুসেনাসহ বেশক’টি ক্লাবে খেলেছেন তিনি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh