• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৭, ১৩:২৬

আইপিএলের দশম আসরে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। এ ম্যাচে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন বাংলাদেশের দু’ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

চলতি আসরে এখনো মাঠে নামার সুযোগ পাননি সাকিব। অন্যদিকে এক ম্যাচ খেলার সৌভাগ্য হলেও মোটেই ভালো করতে পারেননি মুস্তাফিজ। বল হাতে ৩৪ রান দিলেও পাননি কোনো উইকেট।

এখন পর্যন্ত ৩টি করে ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দু’দলই জিতেছে দু’টি করে ও হেরেছে একটি করে।

সবশেষ খবর অনুযায়ী, পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স ও তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। আর চার ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে আছে মুম্বাই ইন্ডিয়ানস।

দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ডেয়াডেভিলস ও কিংস ইলেভেন পাঞ্জাব। খেলাটি শুরু হবে রাত সাড়ে টায়।

দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
মুস্তাফিজের বাজে দিনে চেন্নাইয়ের জয়
X
Fresh