• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোহলির ফেরার দিনে বদ্রির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০১৭, ২০:৫০

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিবে বিরাট কোহলির ফেরার দিনে হ্যাটট্রিক করলেন ক্যারিবিয়ান স্যামুয়েল বদ্রি। শুরুতেই প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার ধসিয়ে দেন এই লেগ স্পিনার।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বাইকে ১৪৩ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু। প্রতিপক্ষের জন্য সহজসাধ্য এ পুঁজিতে জয়ের জন্য বদ্রির হ্যাটট্রিকের বিকল্প ছিল না বেঙ্গালুরুর।

মুম্বাই শিবিরে শুরুতেই আঘাত হানেন স্টুয়ার্ট বিনি। দ্বিতীয় ওভারে জস বাটলারকে মাঠ ছাড়া করেন তিনি।

তৃতীয় ওভারে বদ্রির দ্বিতীয় বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার পার্থিব প্যাটেল। তার পরের বলে মানদ্বিপ সিং’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে যান মিচেল ম্যাকক্লেনঘান। চতুর্থ বলে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে বোল্ড করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন বদ্রি।

আইপিএলে ১২তম ও ব্যাঙ্গালুরুর দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন ক্যারিবিয়ান এ লেগ স্পিনার। এর আগে প্রবীন কুমার ২০১০ সালে রাজস্থান রয়েলসের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে হ্যাটট্রিক করেন।

আইপিএলে একাধিক হ্যাটট্রিক আছে অমিত মিশ্র ও যুবরাজ সিংয়ের। সর্বোচ্চ ৩টি হ্যাটট্রিকের অধিকারী হলেন মিশ্র। ২টি হ্যাটট্রিক আছে যুবরাজের।

কে/ সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
X
Fresh