• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রানে না ফিরলে চ্যাম্পিয়নস ট্রফিতে উপেক্ষিত হবেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৪৫

টি-টোয়েন্টির জন্য ভালো ক্রিকেটার নন মহেন্দ্র সিং ধোনি। তবে ওয়ানডেতে এখনো চ্যাম্পিয়ন। তাই এ ফরম্যাটেই তার বেশি মনোযোগ দেয়া উচিত। মন্তব্য করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

ধোনি চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচে করেছেন ১২, ৫ ও ১১ রান। এ প্রথম অধিনায়কত্ব হারিয়ে সাধারণ খেলোয়াড় হিসেবে খেলছেন তিনি। এ পরিসংখ্যানসহ গেলো ১০ বছরে ‘ক্যাপ্টেন কুল’র টি-টোয়েন্টি পারফরম্যান্স তুলে ধরে সৌরভ বলেন, এ ১০ বছরে টি-টোয়েন্টিতে মাত্র মাত্র একটি হাফসেঞ্চুরি করেছেন ধোনি। নিশ্চয়-ই এটি কোনো ব্যাটসম্যানের পক্ষে কথা বলে না।

বুধবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সন্দেহ নেই, ধোনি ওয়ানডেতে এখনো অনেক ভালো খেলে। তবে টি-টোয়েন্টিটা সেভাবে না। এ ফরম্যাটে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ আছে।

ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হিসেবে ধরা হয় ধোনিকে। তার নেতৃত্ব ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। পরে তার অধীনেই ২০১১ সালে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। অথচ রানে ফিরতে না পারলে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে উপেক্ষা করা হতে পারে বলেও সতর্ক করেন সৌরভ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh