• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডর্টমুন্ডের পর হামলার শঙ্কায় রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০১৭, ২২:২৫

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিপক্ষে মাঠে যাবার পথে বোমা হামলার শিকার হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। গেলো মঙ্গলবার রাতে এ ঘটনার পর এখন শঙ্কা জেগেছে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে। অবশ্য সেই ম্যাচ ঘিরে এরই মধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাসের পাশে শক্তিশালী তিনটি বোমা বিস্ফোরণে আহত হন দলটির সেন্টার-ব্যাক মার্ক বার্ত্রা। এতে তার কব্জির হাড় ভেঙে যায়। পরে হাসপাতালে অস্ত্রোপচারও হয়।

এমন পরিস্থিতিতেই বুধবার রাত পৌনে ১১টাতেই সিগন্যাল ইদুনা পার্কে খেলতে নামছে ডর্টমুন্ড-মোনাকো। এর দু’ঘণ্টা পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবে বায়ার্ন-রিয়াল। তবে গেলো দিনের ঘটনার পর কোনো ঝুঁকি নিচ্ছে না জার্মান পুলিশ। কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলেছে দু’দলকে। হোটেল থেকে মাঠ পর্যন্ত দু’দলের টিমবাসই যাচ্ছে পুলিশি পাহারায়। পূর্বনির্ধারিত রুটও পাল্টে গেছে। স্টেডিয়ামের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ম্যাচটি দেখতে মিউনিখে এসেছেন প্রায় সাড়ে তিন হাজার রিয়াল সমর্থক। তাদের জন্যও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জার্মান কর্তৃপক্ষ। সাধারণত কোনো ম্যাচে স্টেডিয়ামে নিরাপত্তাকর্মী থাকে ৭০০ জন। তবে নিরাপত্তার স্বার্থে এ ম্যাচে আরো ৩০০ থেকে ৪৫০ জন নিরাপত্তাকর্মী বাড়ানো হয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh