• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার নাসিরের বিরুদ্ধে স্পট ফিক্সিং তদন্তে বাধা দেয়ার অভিযোগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০১৭, ১৬:৪৬

স্পট ফিক্সিংয়ের দায়ে কিছুদিন আগেই তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এবার তারই বিরুদ্ধে স্পট ফিক্সিং তদন্তে অসহযোগিতা ও বাধা দেয়ার অভিযোগ আনা হলো। ওপেনার নাসির জামশেদের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।

পাকিস্তান সুপার লিগ-(পিএসএল) ২০১৭তে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন পাকিস্তানের চার ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান। অবশ্য পিএসএলে খেলেননি নাসির জামশেদ। তবে তার বিরুদ্ধে অভিযোগ, লিগ চলাকালীন ক্রিকেটার ও জুয়াড়িদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেন তিনি।

এ অভিযোগে মার্চে লন্ডনে গ্রেপ্তার হন জামশেদ। তবে এপ্রিল পর্যন্ত জামিনে মুক্তি পান তিনি।

পিসিবির ভাষ্য, দুর্নীতি বিরোধী কোডের ২.৪.৬ ও ২.৪.৭ ধারা অমান্য করেছে নাসির জামশেদ। সে তদন্তে সহযোগিতা তো করছেই না বরং প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এর আগে নাসির জামশেদের বিরুদ্ধে ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিং সংক্রান্ত বিষয়ে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। এর দায়ে বাংলাদেশ পুলিশ তাকে আটকও করে। অবশ্য পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
‘নাসিরকে হত্যা করতে চেয়েছিলেন পরীমণি’
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
১২৫ বছর পুর্তিতে গাইবেন নাসির- কাজী শুভ- নিশি শ্রাবনী
X
Fresh