• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজের সময়সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০১৭, ১৬:০৫

৪০ দিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ঢাকায় ফেরেন মাশরাফি- মুশফিকরা।

লঙ্কা সফরে ৩ ফরম্যাটে কোনো সিরিজ জিততে না পারলেও হারের তিক্ত স্বাদ পেতে হয়নি টাইগারদের। দারুণ নৈপুণ্যে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ১-১ সমতায় সফর শেষ করে বাংলাদেশ।

ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা এবার যাবেন ইউরোপ জয় করতে। ত্রি-দেশীয় সিরিজ খেলতে আসছে মে’তেই আয়ারল্যান্ড যাচ্ছেন সাকিব-তামিমরা। সিরিজে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড।

এরই মধ্যে তিন জাতি ক্রিকেটের সময়সূচি চুড়ান্ত করেছে আয়ারল্যান্ড। আসছে ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে ত্রি-দেশীয় এ টুর্নামেন্ট শুরু হবে। ২৪ মে সিরিজের শেষ দিন শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

এরপরই জুনে ইংল্যান্ড মিশন শুরু করবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে মাসের প্রথমেই সেখানে যাবেন মাশরাফি-সাকিব-তামিমরা। তবে এর আগে ১২ এপ্রিল থেকে ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে পারবে হাথুরুসিংহের শীষ্যরা।

বাংলাদেশ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের ত্রি-দেশীয় সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু বাংলাদেশ সময়

১২-৫-২০১৭ বাংলাদেশ-আয়ারল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

১৪-৫-২০১৭ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

১৭-৫-২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

১৯-৫-২০১৭ বাংলাদেশ-আয়ারল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

২১-৫-২০১৭ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

২৪-৫-২০১৭ বাংলাদেশ-নিউজিল্যান্ড ডাবলিন বিকেল পৌনে ৪টা

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh