• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দ্রুততম মানবী অ্যালান থম্পসন

অনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট ২০১৬, ১১:৪০

দ্রুততম মানবীর সিংহাসন দখল করে নিয়েছেন জ্যামাইকার অ্যালান থমসন। বেইজিং ও লন্ডন- টানা দুই অলিম্পিকেই দ্রুততম মানবী ছিলেন তার স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার প্রাইস। নারীদের ১০০ মিটারে অ্যালান থমসনে কাছে হারতে হয়েছে ফ্রেজার প্রাইসকে। গেমসের অষ্টম দিনে বাংলাদেশ সময় রোববার সকালে ১০.৭১ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতার আনন্দে মাতেন থমসন। যুক্তরাষ্ট্রের টোরি বাউয়ি রূপা জিতেছেন ১০.৮৩ সেকেন্ডে। আর প্রাইস ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। প্রাইস শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারলেও ১০০ মিটারের পদকটা যে জ্যামাইকাতে থাকছে, তাতেই তিনি খুশি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh