• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে ছাড়িয়ে নেইমারের 'সেঞ্চুরি'

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০১৭, ১১:৫৬

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গ্রানাডাকে ৪-১ গোলে হারিয়েছে মেসিবিহীন বার্সেলোনা। এ ম্যাচে বার্সার হয়ে নিজের শততম গোলটিও করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

আর্জেন্টাইন লিও মেসি নিজের শততম গোল করতে ম্যাচ খেলেছিলেন ১৮৮টি। ১১ ম্যাচ কম খেলে অর্থাৎ ১৭৭ ম্যাচ খেলে নেইমার ছাড়িয়ে গেলেন মেসিকে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলতে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৪ মিনিটে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। তবে ৫০ মিনিটে গ্রানাডাকে সমতায় ফেরান জেরেমি বোগা। কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

৬৪ মিনিটে ফ্রান্সিসকো আলকাসেরের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ৮৩ মিনিটে বার্সার পক্ষে ব্যবধান বাড়ান ইভান রাকিটিচ। অতিরিক্ত সময়ে নেইমারের গোলে, বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

অন্য ম্যাচে আলাভেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেন বেনজেমা, ইসকো ও ফার্নান্দেজ।

এ জয়ে ২৮ খেলায় ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

ওয়াই/ এএইচসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh