• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার রিও অলিম্পিক শেষ মেজবাহ’র

অনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট ২০১৬, ২১:০০

রিও অলিম্পিকে মেন’স ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্ব থেকে বাদ পড়লেন বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। হিট-২তে সাতজনের মধ্যে তার অবস্থান চার। ১০০ মিটার দৌঁড়াতে তিনি সময় নেন ১১.৩৪ সেকেন্ড।

বাছাইপর্বে ২১জনের মধ্যে মেজবাহর অবস্থান ১৪তম।

প্রথম হয়েছেন মালদ্বীপের হাসান সাঈদ। তিনি সময় নেন ১০.৪৩ সেকেন্ড। ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় অবস্থানে পালাউয়ের রোডম্যান তেলতুল। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মেসিডোনিয়ার রিস্তি পান্ডেভ।

বাংলাদেশ থেকে এবার অলিম্পিকে অংশ নেন সাতজন। ইতোমধ্যে বিদায় নেন আর্চার শ্যামলী রায়, শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, সোনিয়া আক্তার, স্প্রিন্টার শিরিন আক্তার। মেজবাহ আহমেদ প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন।

গলফার সিদ্দিকুর রহমানের তৃতীয় রাউন্ড চলছে। দু’রাউন্ড শেষে তার অবস্থান এখন ৪৬তম।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh