• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১ ম্যাচ নিষিদ্ধ মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০১৭, ২০:১৮

শেষ ও তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং-বোলিংয়ে বাংলাদেশ যে সময় নিয়েছে, তাতে স্পষ্টতই মনে হচ্ছিল অবধারিতভাবেই শাস্তি পেতে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। অবশেষে সেই অনুমানই সত্য হলো। মাশরাফি বিন মর্তুজাকে এক ম্যাচ নিষিদ্ধ করলেন ম্যাচ রেফারি।

শনিবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচ শেষে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার কথা জানান মাশরাফি নিজেই। অবশ্য এ নিয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মাশরাফি বলেন, তৃতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ম্যাচ রেফারি। ফলে দেশের হয়ে পরের ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিং-ফিল্ডিংয়ে বাংলাদেশ সময় বেশি নিয়েছেন প্রায় আধা ঘণ্টা। শাস্তিটা তাই অনুমিতই ছিল।

অবশ্য ডাম্বুলায় প্রথম ওয়ানডের পরই মন্থর ওভার রেটের কারণে বাংলাদেশকে সতর্ক করা হয়। তারপরও বৃষ্টিতে ভেস্তে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতেও বোলিং-ফিল্ডিংয়ে ২৫ মিনিটে সময় বেশি নেয় টাইগাররা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে শাস্তি পেতে হলো মাশরাফিকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি।

সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh