• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেসির শাস্তি, মুখ খুললেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০১৭, ১৬:৫০

নিপাট ভদ্র ফুটবলার হিসেবে লিওনেল মেসির খ্যাতি জগতজোড়া। অথচ রেফারিকে গালি দেয়ার অভিযোগে তাকেই কি না ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এ নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল হৈচৈ। এতে বাড়তি মাত্রা যোগ করেন ডিয়েগো ম্যারাডোনা। এ নিষেধাজ্ঞায় নাকি তার হাত রয়েছে! এমন অভিযোগ শোনার পরও চুপ ছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। অবশেষে মুখ খুললেন তিনি। জাস্ট একে গুজব বলে উড়িয়ে দিলেন শতাব্দীর সেরা গোলদাতা।

গেলো মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে মেসিকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। মেসির বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সহকারি রেফারিকে গালি দিয়েছেন তিনি।

পরে মেসির নিষেধাজ্ঞায় ম্যারাডোনার 'হাত আছে' এমন গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে বার্সেলোনার আর্জেন্টাইন তারকার শাস্তিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে নিজের দিকে ছুটে আসা অভিযোগের তীর সরালেন তিনি।

উরুগুয়ের স্পোর্টস অনলাইন পোর্টাল লা ওরাল দেপোর্তিভোকে ম্যারাডোনা বলেন, আমি কষ্ট পেয়েছি একথা শুনে যে, শাস্তিতে আমার হাত আছে। এরই মধ্যে মেসির শাস্তি দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনে (কনমেবল) অনুমোদন পেয়েছে।

তিনি বলেন, মেসির শাস্তিটা অতিরিক্ত। আমেরিকান ফুটবলাররা রেফারির মুখের সামনে হাত দিয়ে কথা বলে। আর মেসি ও সহকারি রেফারির মধ্যে যা ঘটেছে সেটা সবাই দেখেছে।

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলবেন বলেও জানান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh