• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শেষ ওভারে তাসকিনের হ্যাটট্রিক (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১৯:৩৫

৪১তম ওয়ানডে ও পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তারকা পেসার তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসের ৪৯ ওভার পর্যন্ত বাংলাদেশ বোলারদের ওপর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা স্টিম রোলার চালালেও ৫০ ওভারে দেখা যায় উল্টো চিত্র। ইনিংসের শেষ ওভারে জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। ওই ওভারের তৃতীয় বলে অসেলা গুনারত্নেকে (৩৯) সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। পরের বলে সুরঙ্গা লাকমলকে (০) মুস্তাফিজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান। আর এর পরের বলে নুয়ান প্রদীপকে বোল্ড করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন পেস সেনসেশন।

এ ইনিংসে ৮.৫ বলে ৪৭ রানের খরচায় হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।

২০০৬ সালে ২ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন পেসার শাহদাত হোসেন রাজীব।

একই দলের বিপক্ষে ২০১০ সালের ৩ ডিসেম্বের মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক তুলে নেন বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ২৯ অক্টোবর হ্যাটট্রিক করেন পেসার রুবেল হোসেন।

সবশেষ ২০১৪ সালে ১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিক করেন বাহাঁতি স্পিনার তাইজুল ইসলাম।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh