• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১৬:৪৯

বাংলাদেশের হয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানবেন মাশরাফি বিন মর্তুজা। এ তো একরকম প্রথাই ধরা যায়! শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফের সেই দৃশ্যে দেখা গেলো তাকে। ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামা লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন এ লড়াকু পেসার। দলীয় ১৮ রানে তার দুর্দান্ত ডেলিভেরিতে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন দানুষ্কা গুনাথিলাকা (৯)।

ওই উইকেট দিয়ে অনন্য কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তুজা। সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের জার্সিতে সেরা ওয়ানডে উইকেট শিকারি বনে গেছেন তিনি।

ডাম্বুলায় প্রথম ম্যাচের পর দু’জনের ঝুলিতেই ছিল ২২১টি করে উইকেট। গুনাথিলাকাকে সাজঘরে ফেরার বদৌলতে এখন মাশরাফির উইকেট সংখ্যা ২২২টি। এ ম্যাচে অবশ্য বাংলাদেশ অধিনায়ককে ধরে ফেলার বা টপকানোর সুযোগ থাকছে সাকিবের। আবার এগিয়ে যাবার সুযোগ থাকছে ‘ম্যাশ’রও। এটি মাশরাফির ১৭১তম ও সাকিবের ১৬৮তম ম্যাচ।

এ মাঠেই সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পায় মাশরাফিবাহিনী। ৯০ রানের ওই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে টাইগার বাহিনী।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh