• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শক মাঠে, খেলোয়াড়-রেফারি লাঞ্ছিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০১৭, ১১:০৮

দর্শকদের অপ্রীতিকর আচরণে পরিত্যক্ত হলো সেনেগাল ও আইভরি কোস্টের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ।

প্যারিসের স্ট্যাড সেবাস্টিয়ান শার্লেটিতে খেলার ৬৮ মিনিটে সেনেগালকে সাদিও মানে লিড এনে দেয়ার দু’মিনিট পর আইভরি কোস্টকে সমতায় ফেরান গোহি সাইরিয়াক।

১-১ সমতায় খেলা চলাকালে ৮৮ মিনিটে দর্শকরা মাঠে ঢুকে পড়েন। নিজেদের মধ্যে সংঘর্ষ এবং খেলোয়াড় ও রেফারিকে লাঞ্ছিত করায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণায় বাধ্য হন কর্তৃপক্ষ।

অন্য প্রীতিম্যাচে মলদোভাকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। এসকিসেহির অ্যারেনাতে তুরস্কের পক্ষে ৩টি গোল করেন এমরি মোর, আহমেত কালিক ও সেনগিজ উন্দার। আর মলদোভার হয়ে এক গোল শোধ করেন রাদু গিনসারি।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh