• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুল-নাসিরদের প্রতিপক্ষ হংকং

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৬ মার্চ ২০১৭, ২৩:৩৮

৮ দল নিয়ে শুরু হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সোমবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অধিক ভাল কারার কথা জানান, বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। আর টাইগাদের সমীহ করলেও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন হংকং অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের দাপুটে জয়ের বিচ্চরণ অনূর্ধ্ব ২৩ এমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলেও। ক্রিকেটের টুকি টাকি যারা খোঁজ রাখেন তাদের জানার কথা বড়দের মতো ছোটরাও তৈরি হচ্ছেন ২২ গজের মিশনে নামার জন্য। সমুদ্র পাড়ে প্রায় এক সপ্তাহ অনুশীল শেষে মূল টুর্নামেন্টে নামছে মুমিনুল-নাসির-আজমিররা।

কান পাতলেই যেখানে সমুদ্রের গর্জন শোনা যায়, তার অতি নিকটেই পড়ন্ত দুপুরে নিজেদের মাঠে গর্জনের আভাস টিম বাংলাদেশের। পুচকে এ দলের বিপক্ষে ২০১৪ সালে একবার হারতে হয়েছিল মাসশরাফিদের, তবে প্রতিশোধ নয় দলীয় পারফর্মেন্সেই দৃষ্টি অধিনায়ককের।

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া বাংলাদেশ দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে ৭ জনের। তবে এসব নয় বরং আগামি কালের খেলের প্রতি তীক্ষণ দৃষ্টি অধিনায়কের।

এদিকে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত এ আসরে প্রথম অংশ নিচ্ছে হংকং। দলে অভিজ্ঞতা বলতে এক বাবর হায়াতই আছেন। যিনি বাংলাদেশের বিপক্ষে আগেও খেলেছেন। তবে দলের তরুণ খেলোয়াড়দের প্রতি আস্থা হংকং অধিনায়কের।

২৭ মার্চ থেকে অনুষ্ঠিত হওয়া এ আসরে বাংলদেশ হংকং ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও মালেয়েশিয়া।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh