• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জয় দিয়েই জবাব বাংলাদেশের

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ মার্চ ২০১৭, ২৩:১৫

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই ৯০ রানের বড় জয় পেলো বাংলাদেশ। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কাকে কড়া জবাব দিলো টাইগাররা।

টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটের জয় পাওয়ার পর যেনো বিরানভূমিতে পরিণত হয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন। ওই পরাজয়ে দেশটির ক্রীড়া সংশ্লিষ্টদের ধুয়ে দিয়েছিল মিডিয়া। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের উত্থানকে স্বীকৃতিই দিতে নারাজ ছিল তারা। এ অবস্থায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বড় জয় দিয়েই পাল্টা জবাব দিলো মাশরাফি বাহিনী।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকদের কোনো ব্যাটসম্যানই খুব বেশিক্ষণ মাঠে থিতু হতে পারেননি।

দিনেশ চান্দিমাল আর থিসারা পেরেরা ছাড়া কেউই বেশিক্ষণ লড়তে পারেননি টাইগার বোলারদের বিপক্ষে। কিছুক্ষণ পরপরই টাইগারদের শিকারে পরিণত হয়েছেন তারা। এক কথায়, পুরো ম্যাচের নিয়ন্ত্রণই ছিল টাইগারদের দখলে।

স্বাগতিকদের ব্যাটিং ইনিংসের শুরুতেই আঘাত হানেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারে তার তৃতীয় বলে শূন্য রানে আউট হন ওপেনার দানুশকা গুনাথিলাকাকে।
ষষ্ঠ ওভারে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের শেষ বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ইনিংস শেষ করেন কুশল মেন্ডিস।

১১তম ওভারে তাসকিন আহমেদের শেষ বলে ১৯ রান করা লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা মাশরাফির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

২৪তম ওভারে সাকিবের প্রথম বলেই মোসাদ্দেক হোসেন হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৪ রানে আউট হন অসেলা গুনারত্নে। ২৯তম ওভারে ফের মিরাজের পঞ্চম বলে একমাত্র অর্ধশতক হাঁকানো লঙ্কান ব্যাটসম্যান চান্দিমাল ব্যক্তিগত ৫৯ রানে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।

৩৪তম ওভারে উইকেটের দেখা পান মোস্তাফিজ। তার তৃতীয় বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২২ রানে মাঠ ছাড়েন মিলিন্দা শিরিবর্ধনে। ৩৮তম ওভারে মাশরাফি প্রথম বলেই বধ করেন আরেক লঙ্কান ব্যাটসম্যানকে। তার বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন সাচিথ পাথিরানা।

৪১তম ওভারে আরো ১টি উইকেট শিকার করেন টাইগার মোস্তাফিজ। তার এবারের শিকার সুরঙ্গা লাকমল। মোস্তাফিজের চতুর্থ বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে একই রাস্তায় হাঁটেন ৮ রান করা লাকমল।

৪৪তম ওভারে মিরাজের পঞ্চম বলে লাকশান সান্দাকানকে রান আউট করেন মোস্তাফিজ। ৪৬ ওভারের মোস্তাফিজের প্রথম বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৫ রানে আউট হন থিসারা পেরেরা।

এর আগে শনিবার ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবালের ১২৭, সৌম্য সরকারের ১০, সাব্বির রহমানের ৫৪, মুশফিকুর রহিমের ১, সাকিব আল হাসানের ৭২, মোসাদ্দেক হোসেনের ২৪ (অপরাজিত), ও মাহমুদুল্লাহর (অপরাজিত) ১৩ রানের সৌজন্যে রানের পাহাড় গড়ে টাইগারবাহিনী।

শ্রীলঙ্কার হয়ে লাকমল ২টি এবং লাহিরু কুমারা, সান্দাকান ও গুনারত্নে নেন ১টি করে উইকেট।
১৪২ বলে ১৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে করা ১২৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটি পেয়েছেন তামিম।

কে/এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh