• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এবার আঘাত সাকিবের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৭, ২১:৩৭

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩২৫ রানের লক্ষ্য ছুঁড়েছে বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছানোর পথে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে তারা। মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের পর লঙ্কান শিবিরে আঘাত হানলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২৪তম ওভারে সাকিবের প্রথম বলেই মোসাদ্দেক হোসেন হাতে ক্যাচ তুলে দেন অসেলা গুনারত্নে।

ব্যাটিংয়ের শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। প্রথম ওভারে মাশরাফির তৃতীয় বলে শূন্য রানে আউট হন ওপেনার দানুশকা গুনাথিলাকাকে।

ষষ্ঠ ওভারে মিরাজের শেষ বলে ব্যক্তিগত ৪ রানে শুভাগত হোমের হাতে ক্যাচ দেন কুসল মেন্ডিস। ১১তম ওভারে তাসকিন আহমেদের শেষ বলে ১৯ রান করা লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা মাশরাফির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৩ রান।

এর আগে শনিবার ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম ইকবালের ১২৭, সৌম্য সরকারের ১০, সাব্বির রহমানের ৫৪, মুশফিকুর রহিমের ১, সাকিবের ৭২, মোসাদ্দেক ২৪ (অপরাজিত), ও মাহমুদুল্লাহর (অপরাজিত) ১৩ রানের সৌজন্যে এ রান পাহাড় গড়ে টাইগারবাহিনী।
শ্রীলঙ্কার হয়ে সুরঙ্গ লাকমল ২টি এবং লাহিরু কুমারা, লক্ষন সান্দাকান ও অসেলা গুনারত্নে নেন ১টি করে উইকেট।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh