• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের সামনে ছয়ে ওঠার হাতছানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০১৭, ১৩:৪০

গেলো ২ বছরে ওয়ানডেতে অসামান্য উন্নতি করেছে টাইগাররা। এসময়ে তাদের একের পর এক সাফল্য প্রভাব ফেলেছে র‌্যাঙ্কিংয়েও। এবার বাংলাদেশের সামনে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার হাতছানি। এজন্য শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ এখন ৯১ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাতে অবস্থান করছে। রেটিং পয়েন্ট ৮৯ নিয়ে আটে আছে পাকিস্তান। আর ৯৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা।

এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে মাশরাফি বাহিনী। আর ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে সেরা আটে থাকলেই চলবে। এজন্য অবশ্য বাংলাদেশকে খুব একটা চ্যালেঞ্জ নিতে হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডের একটি জিতলেই আপাতত হবে।

সিরিজে একটি ওয়ানডে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট থাকবে ৯১-ই। ফলে র‌্যাঙ্কিংয়েও অবস্থান ঠিক থাকবে টাইগারদের। যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলেও র‌্যাঙ্কিংয়ে সাতে থাকবে বাংলাদেশ। তবে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৯৩। আর মূল চমকটা দেখা যাবে তখনই যদি বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতে যায়। সে ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলেরই রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৬। এমনটি হলে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে মাশরাফি বাহিনী ওঠে যাবে র‌্যাঙ্কিংয়ের ছয়ে। একইসঙ্গে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাও অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

তবে এর উল্টো রথেও চড়তে হতে পারে বাংলাদেশকে। শনিবার থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ৩ ম্যাচেই হেরে গেলে ভীষণ বিপদে পড়তে হবে টাইগারদের। কারণ, এমনটি হলে এক ধাক্কায় বাংলাদেশের রেটিং পয়েন্ট নেমে যাবে ৮৮তে। এক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে আটে ওঠে যাবে পাকিস্তান। ফলে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা ঝুঁকিতে পড়বে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh