• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুস্তাফিজ আগে দেশের, পরে আইপিএলের : মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০১৭, ২০:১২

মুস্তাফিজুর রহমানকে নিয়ে বরাবরই সতর্ক বাংলাদেশ। কখনো তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। সেই কথাই যেনো ফের স্মরণ করিয়ে দিলেন ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাকে বেশি খেলিয়ে কখনোই চোটে ফেলার ঝুঁকি নেবে না জাতীয় দল। সামনে বাংলাদেশের টানা খেলা থাকায় দরকারে কাটার মাস্টারের এবারের আইপিএল বাদ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরলেও স্বরূপে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। শততম টেস্টে ঐতিহাসিক জয়ে রেখেছেন দারুণ অবদান। সামনে রয়েছে তার ব্যস্ত সূচি। শ্রীলঙ্কা সফরের পরই আইপিএল নিয়ে ব্যস্ত হতে হবে। মে মাসে খেলতে হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, জুনে চ্যাম্পিয়নস ট্রফি। যেনো কাটার মাস্টারের দম ফেলার সময় নেই। এ পরিস্থিতিতে তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হবে কি না?

এমন প্রশ্নের জবাবে মাশরাফি বিন মর্তুজা বলেন, মুস্তাফিজের বিশ্রাম দরকার হলে সে ফিজিও-ট্রেনারদের সঙ্গে আলোচনা করবে। আলোচনা সাপেক্ষেই তার বিশ্রাম নেয়া শ্রেয় হবে। তবে আমি মনে করি, বাংলাদেশের হয়ে ওর সব ম্যাচ খেলা উচিত। এজন্য যদি আইপিএল বাদ দিতে হয়, তবুও তার সেটাই করা উচিত। তাকে মাথায় রাখতে হবে, সবার আগে দেশ।

শুক্রবার ডাম্বুলায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ওয়ানডে সিরিজে ভালো করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন নড়াইল এক্সপ্রেস।

গেলো বছরের জুলাইতে ইংলিশ টি-২০ টুর্নামেন্টে সাসেক্সের হয়ে বল করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। তারপর আগস্টে অস্ত্রোপচার করান। ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড সফরে দলেও ফেরেন। তবে পুরো সিরিজ খেলতে পারেননি। পড়েন ফের ইনজুরিতে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি ফিট পেতেই তাকে ভারত সফরে দলে রাখেনি বিসিবি।

একের পর এক চোটের ধাক্কা সামলে অবশেষে মাঠে নিয়মিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন কোনো অস্বস্তি ছাড়াই। এবার ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেও তাকে চেনা রূপে দেখতে চান বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী, ভক্ত-সমর্থকরা। এখন তিনি তা দিতে পারেন কি না? তাই দেখার পালা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh