• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রোঞ্জ জিতলেন শ্যামলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০১৭, ১৭:৪৭

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের আর্চার শ্যামলী রায়।

শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে মেয়েদের একক রিকার্ভ ডিভিশনে ফিলিপাইনের নিকোল মারি টাগলেকে ৬-৪ সেটে হারান নড়াইল ব্র্যান্ড।

এর আগে ভিয়েতনামের লি শিং চিয়ানকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন শ্যামলী। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের লিন সি-চিয়ার কাছে ৭-১ সেটে হেরে যান।

রিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেন শ্যামলী রায়।

রিকার্ভ ডিভিশনে মিশ্র দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের মো. রুমান সানা ও শ্যামলী রায় কোয়ার্টার ফাইনালে উঠলেও চাইনিজ তাইপের বিপক্ষে ৬-২ সেটে হেরে যান। কম্পাউন্ড ডিভিশনেও মিশ্র দলগত এলিমিনেশনের ১ম রাউন্ডে বাংলাদেশের মো: আবুল কাশেম মামুন ও রোকসানা আক্তার ১৫৬-১৪১ স্কোরে মালয়েশিয়ার কাছে পরাজিত হন।

শনিবার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা দলগত এলিমিনেশন রাউন্ডের খেলা হবে।

আসর শেষে এদিন রাতেই দেশের উদ্দেশে রওনা দেবার কথা বাংলাদেশ আর্চার দলের।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh