• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারীদের প্রথম ম্যারাথন

অনলাইন ডেস্ক
  ১২ আগস্ট ২০১৬, ১৪:০২

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ম্যারাথন। সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শাহবাগ, সাইন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী হয়ে ১০ কিলোমিটার পথ দৌঁড়ায় প্রায় ৩শ প্রতিযোগী।

ম্যারাথনের উদ্বোধনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ দেন।

এতে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার নারীরা অংশ নেন।

ম্যারাথনে প্রথম হয়েছেন সেনাবাহিনীর সদস্য সুমি আক্তার। তিনি ৪৮ মিনিট ২২ সেকেন্ডে ১ ঘণ্টা ২৫ মিনিটের ১০ কিলোমিটার এই দৌড় শেষ করেন । দ্বিতীয় নৌবাহিনীর মেরুনা ও তৃতীয় আরেক সেনা সদস্য স্মৃতি।

যুব দিবস উপলক্ষে ঢাক দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি।

মাউন্ট এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া সাহা, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh