• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুমিনুলকে অধিনায়ক করে দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৭, ১৪:২৫

এশিয়ার আট দল নিয়ে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। যেখানে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দলের সঙ্গে থাকছে আরো চার সহযোগী দেশ। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য মুমিনুল হককে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

মুমিনুল-নাসির ছাড়াও ইমার্জিং কাপে বাংলাদেশের হয়ে জাতীয় দলের আরো দুই ক্রিকেটার অংশগ্রহণ করবেন। তারা হলেন আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিথুন।

এশিয়ার চার টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান ছাড়া আইসিসির চার সহযোগী দেশ- আফগানিস্তান, মালয়েশিয়া, হংকং ও নেপাল। সহযোগী দেশগুলো তাদের জাতীয় দলগুলো খেলালেও টেস্ট খেলুড়ে দেশগুলো থেকে খেলবে অনুর্ধ্ব ২৩ দল।

বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহঅধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, নাসুম আহমেদ।

ওয়াই/এফএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh