• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিষিদ্ধ মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৭, ১৯:১০

শান্তশিষ্ট ফুটবলার হিসেবে লিওনেল মেসির খ্যাতি জগতজোড়া। তবে তিনিও মানুষ। সেই কারণেই হয়তো মাঝেমধ্যে মেজাজ হারিয়ে ফেলেন। আর শান্তশিষ্ট বলে তার খেসারত যে তাকে দিতে হয় না তা কিন্তু নয়। কড়ায়-গন্ডায় তার মাসুল দিতে হয় ভিনগ্রহের ফুটবলারকে। ফের তার শিকার হলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অসদাচরণ করায় তাকে ১ ম্যাচ নিষিদ্ধ করেছে লা লিগা কর্তৃপক্ষ।

গেলো রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের বড় জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রাখেন পাঁচবারের ফিফা ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। তবে ওই ম্যাচেরই ৮৬ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় হার্নান্দেজের সঙ্গে অসদাচরণ করেন তিনি। এজন্যই তাকে ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২ এপ্রিল গ্রানাডার বিপক্ষে খেলতে পারবেন না লিওনেল মেসি। তবে এর তিনদিন পরই ক্যাম্প নু’তে সেভিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি।

ওই ম্যাচে খেলোয়াড়সুলভ আচরণ না করায় মেসির বার্সা সতীর্থ জেরার্ড পিকে’কেও সতর্ক করা হয়েছে। তবে গ্রানাডার বিপক্ষে খেলতে পারবেন তিনি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-২ গোলের বার্সার জয়ে মেসির জোড়া ছাড়া বাকি গোলগুলো করেন লুইস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh