• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইমার্জিং এশিয়া কাপ

ডাক পেলেন নাসির-মুমিনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৭, ১৫:৫৫

ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দলে ডাক পেলেন নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু ও মুমিনুল হক। তারা সিনিয়র কোটায় খেলবেন।

এ টুর্নামেন্ট মাঠে গড়াবে আসছে ২৭ মার্চ। শেষ হবে ৩ এপ্রিল। ম্যাচগুলো হবে চট্টগ্রাম ও কক্সবাজারে।

এশিয়ার ৮ জাতির অংশগ্রহণে হবে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া ও নেপাল।

৫০ ওভার ম্যাচের এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল খেলবে। তবে তাদের হয়ে জাতীয় দলে খেলা এমন ৪ জন করে ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। সেই কারণে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নাসির, মিথুন, আবুল হাসান ও মুমিনুলকে।

অন্যদিকে আফগানিস্তান হংকং, মালয়েশিয়া ও নেপালের জাতীয় দলই এ টুর্নামেন্টে অংশ নেবে।

আসছে ২৫ মার্চ থেকে ঢাকা ও চট্টগ্রামে টুর্নামেন্টটি মাঠে গড়ার কথা ছিল। তবে নিজেদের ব্যস্ত সূচির কারণে প্রথমে এ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় হংকং ও আরব আমিরাত। অবশ্য পরে তারা খেলতে সম্মতি জানায়।

প্রথমে টুর্নামেন্টটি দুবাইয়ে হবার কথা ছিল। তবে সবকিছু বিবেচনা করে বাংলাদেশেই বসছে এর প্রথম আসর।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh