• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উরুগুয়ে-প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মার্চ ২০১৭, ১৩:৩৭

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৩ মার্চ লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে তাদেরই মাঠে নামবে ব্রাজিল।

এরপর ২৮ মার্চ নিজেদের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সাও পাওলোতে অনুষ্ঠিত হবে পরের ম্যাচটি।

তিতের এই দলে রয়েছেন তিনজন গোলরক্ষক, নয় জন ডিফেন্ডার, আট জন মিডফিল্ডার, আর নেইমার ছাড়াও ফরোয়ার্ডে রয়েছেন কস্তা, রবার্তো ফিরমিনো এবং দিয়েগো সুজা।

বাছাই পর্বের সেরা ৪ দল সরাসরি চলে যাবে বিশ্বকাপের মূল মঞ্চে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল রয়েছে টেবিলের শীর্ষে। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে সেলেসাওরা। আর ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে মেসির আর্জেন্টিনা রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

গোলকিপার:

এনডারসন (বেনফিকা), অ্যালিসন (রোমা), ওয়েভেন্টন (অ্যাথলেটিকো পি-আর)

ডিফেন্ডার : থিয়াগো সিলভা (পিএসজি), মারকুইনহোস (পিএসজি), গিল (স্যানডং লুনেঙ্গ), মিরান্ডা (ইন্টার মিলান), ফ্যাঙ্গার (কোরিথিংয়ান্স), দ্যানিয়াল আলভেজ (জুভেন্টাস), ফিলিপ লুয়াস (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্সোলো (রিয়াল মাদ্রিদ)।

মিড ফিল্ডার : ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), পলহিনহো (গোহানজু এভারগ্রানডে), ফার্নানডিনহো (ম্যানচেস্টার সিটি), রেনাটো অগোস্টো (বেইজিং গোওয়ান), পিলিপ কোউটিনহো (লিভারপুল), উইলিয়ান (চেলসি), গিউলিয়ানো (জেইন্ট সেইন্ট পের্টাসবার্গ), ডিয়াগো (ফ্লেমেনগো)।

ফরওয়ার্ড : নেইমার (বার্সেলোনা), রোর্বাতো ফিরমিনো ( লিভারপুল), ডগলাস কস্তা (বার্য়ান মিউনিখ), ডিয়েগো সউজা ( স্পোর্ট রেসিফে)।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh