• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খুনি ফুটবলারকে পেতে চায় ১০ ক্লাব

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ মার্চ ২০১৭, ১৯:৩২

বান্ধবী এলিজা সামুডিওকে খুনের দায়ে টানা ৭ বছর জেলে কাটিয়ে ফেব্রুয়ারিতে ছাড়া পেয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ব্রুনো ফার্নান্দেস। জেল থেকে বের হয়ে ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছেন তিনি। খুনি এ গোলরক্ষককে পেতে এরইমধ্যে আগ্রহ দেখিয়েছে ১০টি ক্লাব।

শনিবার ব্রুনোর এজেন্ট লুসিও ভেলোসো কৌটিনহোর বরাত দিয়ে জানিয়েছে গোল ডট কম।

লুসিও ভেলোসো কৌটিনহো বলেন, চুক্তির গোপনীয়তার জন্যই যেসব ক্লাব ব্রুনোকে পেতে আগ্রহী দেখিয়েছে তা উল্লেখ করতে পারছি না। তবে, জেনে রাখুন ব্রুনোকে পেতে আগ্রহী অনেক বড় ক্লাবও। আসছে ১০ দিনের আগে নতুন ক্লাবের নাম বলা উচিত হবে না।

তিনি আরো বলেন, ৩২ বছরের ব্রুনোর জন্য মাঠে ফেরার সহজ কোনো উপায় নেই।

২০১০ সালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবে খেলতেন ব্রুনো। সে সময় দীর্ঘদিনের বান্ধবী এলিজা প্রকাশ্যে দাবি করেন, তার ও ব্রুনোর একটি পুত্রসন্তান রয়েছে। ব্রুনোর কাজিন আদালতে এসে যে সাক্ষ্য দেন তার বিপক্ষে।

পরে এলিজাকে খুন করে তার শরীরকে টুকরো টুকরো করে কেটে ব্রুনো তার পোষা রটওয়েলার প্রজাতির কুকুরদের খেতে দিতেন সাক্ষ্য লোপাটের জন্য।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh