• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিপিএল নিলামে ৪ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৭, ১২:০৬

বিশ্বের অন্যতম জমজমাট ঘরোয়া টি-২০ লিগ সিপিএল। এরই মধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলাম তালিকা চূড়ান্ত হয়েছে। এবার নিলামে উঠবেন ২৫৮ জন ক্রিকেটার। এ তালিকায় ঠাঁয় পেলেন বাংলাদেশের আরো ৪ ক্রিকেটার।

তারা হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক (বিজয়) ও তাসকিন আহমেদ।

একরকম ধরে নেয়া হচ্ছে, তাদের নিলাম তালিকায় রাখতে প্রাধান্য দেয়া হয়েছে দেশের ঘরোয়া টি-২০ লিগ-বিপিএলের গেলো আসর এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স।

গেলো বিপিএলে ব্যাট হাতে দারুণ করেন তামিম ইকবাল। সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে ছিলেন একজন। আর বিপিএলের পাশাপাশি ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে রান পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। চলমান পাকিস্তান সুপার লিগ-পিএসএলেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

দীর্ঘদিন বাংলাদেশ দলে ব্রাত্য হলেও বিপিএলে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এনামুল হক। ঘরোয়া লিগেও ভালো করেন তিনি। সেই সুবাদেই এ তালিকায় ঠাঁয় পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

গেলো বিপিএলে বল হাতে ভালো করেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সও নজর কাড়ার মতো।

এদিকে, কয়েক মৌসুম ধরে সিপিএল মাতিয়ে আসছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারো তাকে ধরে রেখেছে তার দল বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াস।

এর আগে সিপিএলের দল সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেন তামিম ইকবাল।

সিপিএলের নিলাম হবে ১০ মার্চ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh