• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৪

পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল) ফাইনালের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

গেলো সোমবার পাঞ্জাব সরকারের মুখ্যমন্ত্রীর সঙ্গে আইন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মঙ্গলবার ওই সভায় উচ্চপদস্থ কর্মকমর্তার বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম 'দ্য ডন' এ খবর জানিয়েছে।

ভিভিআইপিদের তিন স্তর ও ফাইনালের দু’ক্রিকেট দলকে পাঁচ স্তরের নিরাপত্তা দেয়া হবে।

ওই কর্মকর্তা জানান, ক্রিকেটারদের ২৪ ঘণ্টাই নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। শুধু অনুমোদিত মানুষরাই তাদের সঙ্গে দেখা করতে পারবেন।

তিনি আরো বলেন, ম্যাচের দিন পাকিস্তান সরকারের ডিজিটাল পরিচয়পত্র ছাড়া গাদ্দাফি স্টেডিয়ামে কেউ প্রবেশ করতে পারবে না। স্টেডিয়ামের ৪০০ গজের মধ্যে কোনো গাড়ি পার্কিং করতেও নিষেধাজ্ঞা থাকবে।

আসছে ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের এবারের আসরের ফাইনাল হবার কথা। কিন্তু চলতি মাসে শহরে কয়েক দফা সন্ত্রাসী হামলায় অনেকে নিহত হবার পর সেখানে খেলতে অসম্মতি জানিয়ে আসছে বিদেশি ক্রিকেটাররা।

তবে এখন পর্যন্ত ওই স্টেডিয়ামে ফাইনাল খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পিএসএল কর্তৃপক্ষ।

২০০৯ সালের ৩ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালে এ স্টেডিয়ামের বাইরেই বোমা হামলা হয়। এতে ৬ পুলিশ সদস্যসহ ৮ জন নিহত হন। আহত হন শ্রীলঙ্কার ৬ ক্রিকেটারসহ কয়েকজন।

ওই হামলার পর পাকিস্তানে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করে আইসিসি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh