• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, হেলপার নিহত
কুড়িগ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় বাসটির হেলপার আসাদুল হক নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসাদুল হক ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বালাবাড়ী এলাকার আব্দুল গফুরের ছেলে।  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আলা-মিন জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা নাদিয়া নামের একটি নৈশ-কোচ আন্ধারীঝাড় বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আসাদুলের মৃত্যু হয়। এ সময় নৈশ-কোচটিতে থাকা ৭-৮জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৩

নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
নড়াইলে মালবোঝাই ট্রাক উল্টে ইমন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা যশোর মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ ঘটনা ঘটে।  ইমন যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।  নড়াইল সদর ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা জানান, একটি ট্রাক ঢাকা থেকে প্যাকেটজাত ডালডা বোঝাই করে যশোর যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাইখালী ব্রিজ অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওঠার সময় সড়ক ডিভাইডারের ওপর ট্রাক তুলে দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে হেলপার ট্রাকের তলে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খরর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হলেও ট্রাকের চালককে খুঁজে পাওয়া যায়নি। ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। ভোরে কুয়াশাচ্ছন থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়