• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
আইভীর বিরুদ্ধে মামলার হুমকি হেফাজত নেতার 
হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলামা আব্দুল আউয়াল নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে বলেছেন, উনি যেহেতু সূচনা করেছেন, উনি খেলতে নেমেছেন, উনার পাওয়ার আছে, উনি খেলবেন। আমরা পাওয়ার ছাড়া আল্লাহর সাহায্য নিয়ে খেলবো। আমাদের মান-ইজ্জতের ওপর হামলা করেছে, মামলা আমরাও করবো। কোর্ট তোমার বাবার নয়, জনগণের। আমরা তোমার বিরুদ্ধে মামলা করবো। আইন তার গতিতে চলবে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের ডিআইটি প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা উলামা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলাম ও মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের করা মামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হেফাজত নেতা আব্দুল আউয়াল বলেন, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করো, তুমরা নিজেরা চুরি করে আমাদেরকে চুরির মামলা দিয়েছো। সাবধান হয়ে যাও। উলামায়ে কেরামের বিরুদ্ধে এসব দুরভিসন্ধি আল্লাহ নস্যাৎ করে দেবে। তুমি আল্লাহর ক্ষমতা ঠেকাতে পারবে না। নারায়ণগঞ্জে চোখ রাঙালে লক্ষ জনতা নিয়ে আমরাও চোখ রাঙাবো। আইন তার নিজস্ব গতিতে চলে। তুমি আমাদের মাথার হেডেক হয়ে দাঁড়িয়েছো। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড নারায়ণগঞ্জ সভাপতি আব্দুল কাদির, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ও মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গত ১৯ ফেব্রুয়ারি শহরের ডিআইটি পাশে শেখ রাসেল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা বাদী হয়ে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ১০:০১

পাউরুটি না পেয়ে কর্মচারীকে চড়-থাপ্পড়, প্রাণনাশের হুমকি
পাউরুটি না পেয়ে ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে এক কর্মচারীকে চড়-থাপ্পড় ও প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।   রোববার রাতে হাইমচরের আলগী বাজারের রসবিলাস মিষ্টির দোকানে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) ভিডিওটি ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যায়, পাউরুটি দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে রসবিলাস মিষ্টির দোকানের কর্মচারী আজগরকে চাঁদপুরের হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী চড়-থাপ্পড় মারছেন। এ সময় আজগর যাতে আইনের আশ্রয় না নেয় সে জন্য তাকে প্রাণনাশের হুমকিও দেন তিনি। ঘটনার বিষয়ে রসবিলাসের হাইমচর শাখার ভুক্তভোগী কর্মচারী মো. আজগর জানান, শামীম নামের এক লোক ফোনে ৫০ পিস পাউরুটির অর্ডার দেন। পরে ঈদের বন্ধের জন্য পাউরুটি দেওয়া যাবে না বলে জানানো হলে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী এসে আমার ওপর ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পড় মারেন।  বক্তব্য নিতে উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বেপারী ও শামীমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কারোর বক্তব্যই পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুরের হাইমচর থানার ওসি মো. ইয়াছিন। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।
১৭ এপ্রিল ২০২৪, ১১:২২

এবার ইরানকে ইসরায়েলের হুমকি
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা করায় ইরানকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত। লিওর হাইয়াত বলেন, গত (শনিবার) রাতে ইসরায়েলে ৩০০ কিলার ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্ষেপণাস্ত্র ক্ষেত্রও বাদ যাবে না। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান। তবে, ইসরায়েল এই হামলায় দায় স্বীকার না করলেও এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় তেহরান। এর জবাবেই শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গাজা যুদ্ধ শুরুর পর এটিই প্রথম ইসরাইলে সরাসরি ইরানের হামলা। এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরাইলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার দাবি ৯৯ শতাংশ হামলাই প্রতিহত করা হয়েছে। এতে ইসরাইলের সামান্য ক্ষতি হয়েছে। তবে, ইরানের দাবি, হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
১৫ এপ্রিল ২০২৪, ০৩:০০

এবার বড় পরিসরে হামলার হুমকি ইরানের
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। এরপর ইসলায়েল পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলকে অগ্রিম সতর্ক করে তেহরান জানিয়েছে, ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও কঠোরভাবে জবাব দেওয়া হবে। রোববার (১৪ এপ্রিল) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় পরিসরে হামলা চালানো হবে ইরানের প্রতিক্রিয়া। শুধু তাই নয়, ইসরায়েলের পাল্টা হামলায় যদি যুক্তরাষ্ট্র সহায়তা করে তাহলে মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি দিয়েছে তেহরান।   ইরানের সামরিক বাহিনীর প্রধান আরও বলেন, আমাদের অপারেশন আপাতত শেষ হয়েছে। এই অভিযান চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আশা করি, ইসরায়েল পাল্টা হামলার চালানো চেষ্টা করবে না। এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান। তবে, ইসরায়েল এই হামলায় দায় স্বীকার না করলেও এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় তেহরান। এর জবাবেই শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গাজা যুদ্ধ শুরুর পর এটিই প্রথম ইসরাইলে সরাসরি ইরানের হামলা। এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ইসরাইলের আকাশসীমায় পৌঁছানোর আগেই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। তার দাবি ৯৯ শতাংশ হামলাই প্রতিহত করা হয়েছে। এতে ইসরাইলের সামান্য ক্ষতি হয়েছে। তবে, ইরানের দাবি, হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে।  উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যা করে হামাস। পাশপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় ২৪২ জনকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। দখলদারদের এমন হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখ মানুষ। ২২৯টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
১৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। মঙ্গলবার (৯ এপ্রিল) ইংল্যান্ডে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ ও স্পেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইমের সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কার। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও স্পেনের ম্যাচসহ কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের প্রথম লেগে হামলার হুমকি আইএস। চলতি সপ্তাহে এই আসরের   কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচের আয়োজক দেশ ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ হুমকি দিয়েছে ইসলামিক স্টেট। আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল–আজাইম তাদের এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেডিয়ামগুলোর নামসহ বন্দুকধারী এক ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে তাদের সবাইকে মেরে ফেলা হবে (কিল দেম অল)। তবে তিন দেশের সরকারই জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। এ জন্য বাড়তি সতর্কতা জারির প্রয়োজনীয়তা নেই।  এদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচগুলো আয়োজিত হবে।  এতে জানানো হয়, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকির ব্যাপারে আমরা অবগত এবং সংশ্লিষ্ট ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সবগুলো ম্যাচ নির্ধারিত সময়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি, রাত ১টা, সান্তিয়াগো বার্নাব্যু। আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, রাত ১টা, এমিরেটস স্টেডিয়াম। আগামীকালের ম্যাচ পিএসজি-বার্সেলোনা, কাল রাত ১টা, পার্ক দ্য প্রিন্সেস। আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড, কাল রাত ১টা, ওয়ান্দা মেত্রোপলিতানো।  
০৯ এপ্রিল ২০২৪, ২৩:৪৫

ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। র‌্যাবের ডিজি বলেন, ঈদে গুজব নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারিতে বিশেষ দল কাজ করছে। ঈদুল ফিতরের জামাত উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব সদস্য নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া রয়েছে র‌্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল পেট্রল, চেকপোস্ট। পাশাপাশি সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। চেকপোস্ট এমনভাবে করা হবে যাতে ঘরমুখো মানুষদের হয়রানির মুখে পড়তে না হয়। তিনি বলেন, জাতীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের নামাজে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। যেকোনো হামলা এবং নাশকতা মোকাবিলার র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এবারের ঈদুল ফিতর উপলক্ষে কোনো জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা সার্বক্ষণিক সময়ের জন্য বজায় থাকবে।
০৯ এপ্রিল ২০২৪, ১৭:৩২

পদত্যাগের হুমকি দিলেন এমপি ওদুদ
যুবলীগ নেতা খায়রুল আলম জেম হত্যার বিচার না পেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ সংসদ থেকে পদত্যাগ করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় ১নম্বর ওয়ার্ডের কল্যাণপুরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তিনি বলেন, এক বছর হয়ে গেলেও জেম হত্যা মামলার চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে পুলিশ। কিন্তু কতিপয় পুলিশের কারণে গোটা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে তা ভাল হবে না। তাই আগামী ১০ দিনের মধ্যে জেম হত্যা মামলার চার্জশিট দেওয়া না হলে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করা হবে।  তিনি আরও বলেন, প্রয়োজনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়ক অবরোধ করা হবে। এরপরও না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এরপরও না হলে সংসদে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরা হবে। কিন্তু শেষ পর্যন্ত জেম হত্যার বিচার না হলে আমি সংসদ থেকে পদত্যাগ করবো। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ নেতা আব্দুল হাকিম, আ.লীগ নেতা মজিবুর রহমান, ইফতেখার আহমেদ রঞ্জু প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ১৯ এপ্রিল ২৭ রমজানের দিন ইফতারের আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে যুবলীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা হলে মামলার অন্যতম আসামি কৃষকলীগ নেতা মেসবাহুল ইসলাম টুটুল আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দী প্রদান করে হত্যার দায় স্বীকারসহ এরসঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে।
০৭ এপ্রিল ২০২৪, ২২:৫৮

রাইমা সেনকে হত্যার হুমকি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। অভিনেত্রীর আরও একটি পরিচয় হচ্ছে তিনি কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। কিন্তু তার আগেই হত্যার হুমকি পেলেন রাইমা। লাগাতার হত্যার হুমকি পাওয়ায় চিন্তায় পড়ে গেছেন পরিবারের সদস্যরা।   জানা গেছে, একটি হিন্দি সিনেমাকে কেন্দ্র করে হত্যার হুমকি পাচ্ছেন রাইমা। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন তিনি।  এ প্রসঙ্গে রাইমা জানান, ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’র প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘মা কালী’। এই হিন্দি সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পরই নানানভাবে হুমকি পাচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, আমাকে হিন্দি ও বাংলা, দুই ভাষাতেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। যে ভাষায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে, সেটা মুখে প্রকাশ কিংবা ছাপার অযোগ্য। রাইমা আরও বলেন, বর্তমানে মুম্বাইতে আছি আমি। তাই অনেকে আমাকে এটাও বলেছেন— কলকাতাতেই তো থাকতে হবে, কীভাবে থাকবেন দেখব! অনেকে আবার বলেছেন, সুচিত্রা সেনের নাতনি হয়ে কীভাবে এটা করলেন? সবকিছু মিলিয়ে আমার পরিবার আমাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেছে।  এ সময় দুঃখ প্রকাশ করে অভিনেত্রী বলেন, সিনেমা না দেখে শুধু অনুমানের ওপর নির্ভর করে কাউকে হত্যার হুমকি দেওয়াটা সত্যি অবাক করে আমাকে। গেল বছর ‘ভ্যাকসিন ওয়ার’ সিনেমার কারণেও বিভিন্নভাবে ট্রলের শিকার হয়েছিলাম। তবে সিনেমা মুক্তির পর কারও নেতিবাচক মন্তব্য আর পাইনি।  তাই ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ সিনেমার টিজার আর ট্রেলার প্রকাশের সময়টুকু অপেক্ষা করছি। টিজার আর ট্রেলার দেখার পরও তাদের ধারণা পাল্টে যাবে। আর যদি এরপরও অকারণে লাগাতার হত্যার হুমকি পাই তবে পুলিশের কাছে এফআইআর করা ছাড়া কোনো উপায় দেখছি না।   সূত্র : হিন্দুস্তান টাইমস   
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৫১

মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
লিওনেল মেসির শহর রোজারিও’তেই জন্ম আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়ার। এবার সেই শহরেই হত্যার হুমকি পেয়েছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার।  আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোজারিওতে দি মারিয়া ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন আর্জেন্টাইন এই ফুটবলার। তবে গত সপ্তাহে দি মারিয়া জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এবার ওই ঘোষণার পরই হত্যার হুমকি পেলেন তিনি। সোমবার (২৫ মার্চ) ভোরে তার বাড়িতে একটি ধূসর গাড়ি থেকে হুমকিসংবলিত কাগজ ছুঁড়ে ফেলে যায় অজ্ঞাতরা। সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়াদের নিরাপদে রাখার নিশ্চয়তা দিতে পারবেন না। এদিকে সেই কাগজের বার্তা ও পুলিশের বরাত দিয়ে আর্জেন্টাইন নিউজ পোর্টাল ইনফোবে তাদের ওয়েবসাইটে তুলে ধরেছে, ‘তোমাদের ছেলে আনহেলকে বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’ এর আগে, গত বছর আকাশি-নীল শিবিরের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা করেছিল অজ্ঞাত সন্ত্রাসীরা। সেখানে সেই সন্ত্রাসীরা ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না’ লেখা কাগজও ফেলে রেখে গিয়েছিল।
২৬ মার্চ ২০২৪, ১৩:০১

১ দিনের জন্য সব রেস্তোরাঁ বন্ধের হুমকি
বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর রেস্তোরাঁগুলোতে সরকারি বিভিন্ন সংস্থার অভিযানকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সমস্যা সমাধানে একদিনের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব ইমরান হাসান রেস্তোরাঁ খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। পাশপাশি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগামী ২০ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান। এরপরও সমস্যার সমাধান না হলে প্রতীকী হিসেবে একদিনের জন্য সারাদেশে সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন।
১৮ মার্চ ২০২৪, ১৩:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়