• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
চলতি আইপিএলের অষ্টম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন্সদের নিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে আগের ম্যাচে কলকাতার বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুম্বাইকে রানে ৩১ হারিয়েছে হায়দ্রাবাদ। সেই সঙ্গে আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছিল হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে মুম্বাই। এতে ইতিহাস গড়া ৫২৩ রানের ম্যাচে ৩১ রানে জয় পেয়েছে হায়দ্রাবাদ। এর আগে কোনো ম্যাচে আইপিএলে দুই ইনিংসে ৫০০ রানের উর্ধ্বে হয়নি। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। এই ম্যাচে ১৩০ রানে হেরেছিল পুনে।   এদিন মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ১৩ বলে ৩৪ রান করে ইশান আউট হলে ১২ বলে ২৬ রান করে তাকে সঙ্গ দেন রোহিত। তৃতীয় উইকেটে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নামান ধীর। ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলে ধীর আউট হলেও ২৪ বলে ফিফটি তুলে নেন তিলক। ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ছন্দ হারায় মুম্বাই। ২০ বলে ২৪ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। তবে ব্যাট চালাতে থাকেন টিম ডেভিড। শেষ পর্যন্ত টিম ডেভিডের ২২ বলে ৪২ রান এবং রোমারিও শেইফার্ড ৬ বলে ১৫ রানের ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলতে পারে মুম্বাই। এতে ৩১ রানের জয় পায় হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স এবং উনাদকাট দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন শাহবাজ আহমেদ।
২৮ মার্চ ২০২৪, ০০:০৬

সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবকে হারালো শেখ জামাল
বিপিএলের পর লঙ্কান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এরপর ডিপিএল দিয়ে মাঠে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। সাকিবের মাঠে ফেরার দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৪০ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।   বুধবার (২০ মার্চ) আগে ব্যাট করতে নেমে ১৪ বলে করেছেন মাত্র ১৯ রান। তবে বোলিংয়ে আলো ছড়িয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট। এতে ৪০ রানের জয় পায় শেখ জামাল। আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। এ জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। ম্যাচের দৈর্ঘ্য কমে হয়েছে ৩৪ ওভারে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে শেখ জামাল ৭৯ রানে প্রথম চার উইকেট হারায়।  পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইয়াসির মিলে গড়ে ১৩৮ রানে জুটি। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংস সেরা ৭৮ রানে আউট হন ইয়াসির। তবে সোহান ৬০ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। সব মিলিয়ে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে শেখ জামাল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রিপন মন্ডল ও সাকিবের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ৩০ রানের কোটা পেরিয়েছেন শুধু শাহরিয়ার কমল ও সাদিকুর রহমান। কমল সর্বোচ্চ ৩৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। সাদিকুরের ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে ছিল ৫ চারের মার। এ ছাড়া আশিক উল আলম ২৫ ও ইরফান হোসেন ২৪ রান করেন। সাকিবের ৩ উইকেটের সঙ্গে সমান সংখ্যক উইকেট পেয়েছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়াও ২ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।  
২০ মার্চ ২০২৪, ২০:৩৭

চার গোলের ম্যাচে সেল্টা ভিগোকে হারালো রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা জিরানোর থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে ভিনি-রদ্রিগোরা। সবশেষ সেল্টা ভিগোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার (১০ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচজুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২১তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কর্নার থেকে রুডিগারের হেড গুয়াইতা পা দিয়ে ঠেকানোর পর কাছ থেকে ভিনিসিয়ুসের প্রথম শটও আটকে দেন তিনি, ফিরতি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  ৩৫তম মিনিটে বক্সের বাঁ-দিক থেকে রদ্রিগোর শট পা দিয়ে ঠেকান গুয়াইতা। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার আরেকটি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫তম মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া ভিনিসিয়ুসকে পেছন থেকে জার্সি টেনে ধরে ফেলে দেন অস্কার মিনগেসা। উঠে দাঁড়িয়ে সেল্তার এই ডিফেন্ডারকে ধাক্কা মেরে ফেলে দেন ভিনিসিয়ুস। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। ৭৪তম মিনিটে প্রথম পরিবর্তন আনেন আনচেলত্তি। রদ্রিগোর জায়গায় নামানো হয় স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলুকে। এরপরই দুটি আত্মঘাতী গোল করে বসে সেল্টা ভিগো। বাঁ-দিক থেকে ভিনিসিয়ুসের একটি ক্রস সামনে এগিয়ে ক্লিয়ার করার চেষ্টায় হাত ছোঁয়াতে পারেননি গুয়াইতা। তার পেছনেই থাকা দোমিঙ্গেসের পায়ে লেগে বল যায় জালে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ ফিনিশিংয়ে শেষ গোলটি করেন গিলের। দানি সেবাইয়োসের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগার ম্যাচে গোল করলেন গিলের, ১৯ বছর ১৪ দিন।  ২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।
১১ মার্চ ২০২৪, ১৩:০৯

পিকনিকের যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারালো দোতলা বাস, আহত ২২
রাজধানীর পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। পথিমধ্যে একটি ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে বাসটি। এতে বাসটিতে থাকা ২২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।  শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পূর্বাচলের তিনশ ফিটের সড়ক দুর্ঘটনাটি ঘটে। আদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।  তিনি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পিকনিকের ছিল। পূর্বাচল সী-সেল পার্কে যাচ্ছিল বিআরটিসির দোতলা বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ ফিটে তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা খায় এবং দুমড়ে মুচড়ে যায় বাসটি। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আহতাবস্থায় ২২ জনকে উদ্ধার করে। তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বাসের যাত্রীরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন বলে জানা গেছে। এর আগেও তিনশ ফিটের আন্ডারপাসে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে।   
০২ মার্চ ২০২৪, ১৩:৩৭

শেষ ওভারের রোমাঞ্চে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে অজিদের কাছে ছয় উইকেটে হেরেছে কিউইরা। শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে ২১৬ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ১০ বলে ৩১ রান করে ম্যাচ জয়ের নায়ক ডেভিড হলেও ম্যাচ সেরা হয়েছেন ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকা মিচেল মার্শ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দন্ত শুরু করে দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বন করতে পারেনি কেউই। ১৫ বলে ২৪ রান করে হেড আউট হলে, ২০ বলে ৩২ রান করে তাকে সঙ্গ তেন ওয়ার্নার। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মিচেল মার্শ। ১১ বলে ২৫ রানের মারকুটে ইনিংস খেলে ম্যাক্সওয়েল আউট হলেও ২৯ বলে ফিফটি তুলে নেন মার্শ। ২০ বলে ২০ রান করে মার্শকে সঙ্গে দেন জশ ইনগ্লিস। তবে শেষ ১০ বলে অজিদের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩ রান। ১৯তম ওভারে মিলনের বলে ১৭ রান তোলেন টিম ডেভিড। শেষ ছয় বলে ১৬ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসেন টিম সাউদি। প্রথম তিন বলে সিঙ্গেল নেওয়ায় অনেকে ভেবে ছিল ম্যাচ হেরে যাবে অজিরা। তবে পরের দুই বলে ৮ রান নিয়ে আশা জাগায় ডেভিড। শেষ বলে চার লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। পায়ের কাছে বল দিলেও দুর্দান্তভাবে চার মেরে দলকে জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। ৪৪ বলে ৭২ রান করেন মিচেল মার্শ এবং টিম ডেভিডের ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ছয় উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার দুটি এবং অ্যাডম মিলনে এবং লকি ফার্গুসন একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অ্যালেন ও ডেভন কনওয়ে। দুজনের মারকুটে ব্যাটিংয়ে ৫.১ ওভারেই তুলে ফেলেন ৬১ রান। এরপর ১৭ বলে ৩২ রান করে আউট হন অ্যালেন। তৃতীয় উইকেটে কনওয়ে ও রাচিন রবীন্দ্র ১১৩ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৬৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাচিন। এরপর ৪৬ বলে ৬৮ রান করে আউট হন কনওয়ও। এরপর গ্লেন ফিলিপস ১০ বলে ১৯ রান ও চ্যাপম্যান ১৩ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২১৫ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।  
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়