• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সাকিব-মিরাজদের দায়িত্ব নিতে ঢাকায় পা রেখেছেন এই পাকিস্তানি কিংবদন্তি। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছেছেন মুশতাক। অন্যদিকে এর আগের দিন রোববার রাতে বাংলাদেশে চলে এসেছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে, আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পিনারদের সাথে কাজ করবেন মুশতাক। অভিজ্ঞ এই কোচ এর আগে ইংল্যান্ড, পাকিস্তানসহ বেশ কিছু দলে কাজ করেছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নতুন দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পা রেখেছেন মুশতাক। এ ছাড়া জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বাংলাদেশে চলে এসেছেন। মাঝে তার আসা না আসা নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হলেও বিসিবি বরাবরই বলেছে এখানে কোনো ধোঁয়াশা নেই। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে তাই বাংলাদেশে চলে এসেছেন হাথুরু। সবকিছু ঠিক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনিই। এর আগে জরুরি কারণে শ্রীলঙ্কা সিরিজের মাঝ পথে হাথুরুকে ছুটি দেয় বিসিবি। ছুটি পেয়ে অস্ট্রেলিয়াতে ফিরে যান হাথুরু। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় নিক পোথাসকে। আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে হলেও পরের দুই ম্যাচ হবে মিরপুরে।  
১৫ ঘণ্টা আগে

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে প্রতিযোগিতা করলেও প্রথম টেস্টে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে নিজেদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়ায় মাঠে নামতে হবে শান্ত-মিরাজদের। বুধবার (২৭ মার্চ) এক বিবৃতিতে হাথুরুসিংহের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। এ ছাড়াও হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। 
২৭ মার্চ ২০২৪, ১৯:০৫

জাকের ও মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছিল টাইগারদের টপ অর্ডার। কিন্তু মিডিল অর্ডারে মাহমুদউল্লাহ ও জাকেরের ব্যাটে লড়াই করে ৩ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে এই দুই ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুক্রবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে তরুণ ক্রিকেটার জাকেরকে নিয়ে হাথুরু বলেন, সে (জাকের) কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। জাকেরের ব্যাটিং অর্ডার নিয়ে এই লঙ্কান হেড মাস্টার বলেন, সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন।  ‘কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’ অন্যদিকে দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেই চমক দেখিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের এমন প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, সে অনেক অভিজ্ঞতা যোগ করেছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে সে কতটা পরিপক্ব।  ‘এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন (ওয়ানডে) বিশ্বকাপে দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এখনও খুব সুন্দর খেলছে। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে দুই ক্রিকেটারকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী লঙ্কান হেড মাস্টার।
০৮ মার্চ ২০২৪, ১৭:১২

বিপিএল নিয়ে বোমা ফাটালেন কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তোলা নতুন কোনো বিষয় নয়। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে আক্ষেপের শেষ নেই। এতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বিপিএল গর্ভনিং কমিটি। এবার বিপিএল নিয়ে বোমা ফাটালেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেড মাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন হাথুরু।  বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। খেলোয়াড়দের ইচ্ছামতো আশার যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন, এই সিস্টেম নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আইসিসির এটা দেখা উচিত। বোর্ডেরও আমাদের জন্য কিছু করা উচিত। নিয়মনীতি থাকা দরকার।  একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, আবার খেলছে আরেক টুর্নামেন্টে। যেন সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, এটা ঠিক নয়। এতে মানুষ আগ্রহ হারায়, আমি যেমন হারিয়েছি। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা সুযোগ পেলেও বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সুযোগ পায় না। তাই বিসিবিকে নতুন প্রস্তাব দেন। হাথুরু বলেন, আমাদের একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা কিছু করতে পারবে-ধরুন বাংলাদেশি ব্যাটার সেরা তিনের মধ্যে ব্যাট করলো, বোলাররা ডেথে বল করার সুযোগ পেলো। তা না হলে তারা এসব কোথায় শিখবে? তিনি আরও বলেন, আমার আদর্শ পরামর্শ হলো, বিপিএলের আগে আরেকটা টুর্নামেন্ট হোক। এখানে তো ফ্র্যাঞ্চাইজি যা চাচ্ছে, তাই করছে। আমাদের কয়েকজন সেরা খেলোয়াড়ও খেলতে পারছে না। তাহলে আপনি কিভাবে আশা করেন, আমরা অন্য দলগুলোর মতো হবো? আমি কঠিন এক যুদ্ধ করছি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়