• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
উচ্চ আদালতের বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া জামিন আদেশ তৈরির ঘটনায় বগুড়ার এক মেয়রের জামিন আগামী ২৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (২৫ মার্চ‌) আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।  জানা গেছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (৪৮)। উচ্চ আদালতের বিচারপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আদেশ তৈরি করেছিলেন। দুদকের তদন্তেও তার জালিয়াতির ঘটনা প্রমাণিত হয়েছে। এ কারণে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। মামলার পলাতক আসামিরা হলেন পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস ও শিক্ষানবিশ আইনজীবী আবদুল মজিদ। এর আগে গত ২১ মার্চ মেয়র জাহাঙ্গীর আলমকে জামিন দেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত সূত্র জানায়, দুপচাঁচিয়া পৌর মেয়র বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকে মামলা হয়। এরপর আসামিরা হাইকোর্টের ফৌজদারি মিস কেসের ভুয়া আদেশ সৃষ্টি করে সেটি বগুড়ার স্পেশাল জজ আদালতে দাখিল করে ওই মামলার বিচার কার্যক্রম ১০ বছর স্থগিত করান। পরে ওই আসামিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়।
২৫ মার্চ ২০২৪, ১৩:২৯

ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে হাসপাতাল ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সভাপতি মামুন ফরাজী, সহসভাপতি আনজুমান আরা শিল্পী, কল্যাণ সম্পাদক জাফরুল আলম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ, ঢাকা-সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ প্রমুখ। ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার (হেড অফ একাউন্টস এন্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস বলেন, দিন দিন কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী আশংকা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে।  তাই প্রতিবছর ন্যায় এবারও বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শুরু হবে ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত। চিকিৎসা ক্যাম্পে থাকবে- ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দিবেন (প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত)। কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেক-আপ ফ্রি করা হবে। বিভিন্ন অপারেশন প্যাকেজে ৩.৫০ শতাংশ  ছাড় দেয়া হবে (মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষার খরচ এর বাইরে)। মাত্র ১০০০ টাকায় ৬টি পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই,) প্যাকেজে হেলথ চেক-আপ করার সুযোগ থাকবে। কিডনি দিবস উপলক্ষে ৫ (পাঁচ) জন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত কিডনি ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে রোগী দেখবেন। তিনি আরো বলেন স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সভাপতি মামুন ফরজী বলেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালে সর্বোচ্চ ছাড়ে ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।  এই চুক্তির মাধ্যমে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
১২ মার্চ ২০২৪, ২৩:১৮

ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি
ন্যাশনাল ফাইন্যান্স এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির ফলে ন্যাশনাল ফাইন্যান্সের সঞ্চয় অ্যাকাউন্টধারী গ্রাহকরা এখন থেকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সুরক্ষা উপভোগ করবেন।  চুক্তি স্বাক্ষরের সময় ন্যাশনাল ফাইন্যান্সের এমডি ইরতেজা আহমেদ খান, হেড অব ট্রেজারি মোহাম্মদ হোসেন খান, হেড অব আইসিসি রাজীব রায়, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, মনজুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এসএম সায়ীদ হোসেইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
০৯ মার্চ ২০২৪, ২১:৩৫

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি স্বাক্ষর
জাতীয় প্রেস ক্লাব এবং ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডা. রুহুল আমিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের  প্রজেক্ট এডমিনিস্ট্রেটর মো. নজরুল ইসলাম শাওন, ইনসাফ বারাকাহ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য, আহ্বায়ক স্বাস্থ্য ও সদস্য কল্যাণ উপকমিটি বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা প্রমুখ। ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম বলেন, স্বাস্থ্য সেবায় আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, আজ থেকে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের জন্য ইনসাফ বারাকাহ হাসপাতালে সর্বোচ্চ ছাড়ে সুবিধা উপভোগ করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ফ্যামিলি মেম্বারসহ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯

উপজেলা নির্বাচনে জামানত বাড়ছে, লাগবে না সমর্থনকারীদের স্বাক্ষর
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে। সেই সঙ্গে সমর্থনকারীদের স্বাক্ষরের বিধানও থাকছে না। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে ইসি সচিব মো জাহাংগীর আলম এসব কথা জানান। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হতো, তা আর লাগবে না। তবে উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর জামানত বৃদ্ধি করে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে। ইসি সচিব বলেন, পোস্টারেরও পরিবর্তন আনা হয়েছে। সাদা কালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে প্রচারণা করা যাবে। কাস্টিং ভোটের ১৫ ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে বলেও জানান মো জাহাংগীর আলম। জানা গেছে, ২০১৩-এর উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার সংশোধনীতে ২৬টি এবং ২০১৬-এর উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার সংশোধনীতে ৮টি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির বৈঠকে এ সুপারিশ প্রস্তুত করা হয়।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৬

ইকিউ চার্জিং স্টেশন স্থাপনে চুক্তি স্বাক্ষর
দেশব্যাপী ইকিউ চার্জিং স্টেশন স্থাপনে র‍্যানকন মোটরস ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকার র‌্যাংগস ব্যাবিলোনিয়া টাওয়ারের মার্সিডিজ-বেঞ্জ শোরুমে এই চুক্তি স্বাক্ষর হয়। এ সময় র‍্যানকন মোটরসের প্রতিনিধি হিসেবে বিভাগীয় পরিচালক ইমরান জামান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ানুল জিয়া, হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষে সিওও সৈয়দ শফিকুল হাসান, উপ-মহাব্যবস্থাপক (অর্থ) মাহমুদুল হাসান লরেন্স, সিনিয়র ম্যানেজার (সল্যুশন এবং গবেষণা ও উন্নয়ন) পল্লব কুমার পাল  ও সহকারী ব্যবস্থাপক বিজনেস এনগেজমেন্ট গালিব মোহাম্মদ করিম উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে কাজ করছি। আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির অনুপ্রবেশ বাড়ানো এবং চার্জিং স্টেশনের মাধ্যমে গ্রাহকদের জন্য নির্বিঘ্ন এবং সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান লরেন্স বলেন, মানুষ যত বেশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা শুরু করবে, চার্জিং স্টেশনের চাহিদা বাড়বে। আমাদের দক্ষ এবং নিবেদিত ইপিসি দল নির্বিঘ্ন গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষে প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন করতে প্রস্তুত।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৮

আনোয়ার ডিউরারুফ ও বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর
অত্যাধুনিক ও সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল রুফিং সল্যুশন প্রদানকারী আনোয়ার ডিউরারুফ সম্প্রতি বাংলাদেশের সর্বপ্রথম ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে।  ছয়-স্তর বিশিষ্ট আনোয়ার ডিউরারুফ বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপযুক্ত কর্মপরিবেশের জন্য অত্যন্ত উপযোগী। এটি ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস করে, যা যানবাহন উৎপাদনে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ মান্নান খান আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুয়ায়ী বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে পরিবেশবান্ধব এবং উপযুক্ত কর্মপরিবেশ তৈরিতে ব্যবহৃত হবে আনোয়ার ডিউরারুফ। এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিল্ডিং মেটেরিয়ালস ডিভিশনের সিইও গাজী মাহফুজুর রহমান, কনসালটেন্ট মোসাদ্দিক হোসেন, হেড অব বিজনেস- ডিউরারুফ সঞ্জয় কুমার বালা, ম্যানেজার মুরাদ-উল মুমিনিন এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান ও প্রোজেক্ট ম্যানেজার মো. আব্দুস সামাদ।  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

ভোক্তা অধিদপ্তর ও এসোসিয়েশন অব স্কিনকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর 
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এসোসিয়েশন অব  স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স এন্ড ইম্পোর্টার্স অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে সমঝোতা স্বারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এবং এসোসিয়েশন অব  স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স এন্ড ইমপোর্টার্স অব বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল আম্বিয়া। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেড ও হারলানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান।   অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, বিদেশি কসমেটিকসের ক্ষেত্রে আমদানিকারকের তথ্য থাকে না এবং আমদানিকারক কর্তৃক এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) প্রদান করা হয় না। এছাড়াও কসমেটিকস পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ভোক্তার ত্বকের ক্ষতি করছে। তিনি বলেন, অধিদপ্তর ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীদেরও সুরক্ষা প্রদান করে। এ ক্ষেত্রে দেশীয়ভাবে প্রসাধনী প্রস্তুতকরণ ও বাজারজাতকরণের উদ্যোগ আমরা অধিদপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। কেন না এর মাধ্যমে দেশের বিপুল সংখ্যক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এসোসিয়েশন অব  স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্স এন্ড ইমপোর্টার্স অব বাংলাদেশের আহ্বায়ক আশরাফুল আম্বিয়া বলেন, মানসম্মত প্রসাধনী প্রস্তুতকরণ ও বাজারজাতকরণে দেশীয় উদ্যোক্তাদের এসোসিয়েশন অনুপ্রাণিত করবে।  চিত্রনায়ক শাকিব খান বলেন, মানুষ ভালোবেসে প্রসাধনী ক্রয় করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। কতিপয় অসাধু ব্যবসায়ীর জন্য ভালোবাসার এ পণ্য যেন ত্বকের ক্যানসারের মতো বিভিন্ন রোগ না নিয়ে আসে। এ সমঝোতার মাধ্যমে মানুষকে সচেতন করার কার্যক্রমের সূচনা হলো। আলোচনায় ভোক্তা অধিদপ্তরের পরিচালিত অভিযানে কসমেটিকস পণ্যের ক্ষেত্রে প্রাপ্ত অসঙ্গতিগুলো তুলে ধরা হয়। এসময় কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উপাদান, পরিমাণ, ব্যবহারবিধি, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, প্রাইসগান মেশিনের সাহায্যে খুচরা বিক্রেতা নিজেই সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রদান করা, আমদানিকারক কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কেটে অধিক মূল্য লেখা, বিদেশি পণ্য নকল করে দেশের অভ্যন্তরে তৈরি করে বিদেশি পণ্য হিসেবে বিক্রয় করা হয়, নকল কসমেটিকস পণ্যের ক্ষেত্রে সঠিক মানদণ্ড না থাকা এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ও অনুমোদনহীন ক্রিমসহ অন্যান্য কসমেটিকস বিক্রয় বিষয়ে সচেতন করা হয়েছে।  
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়