• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বাক প্রতিবন্ধী নারীর স্বজন খুঁজছে পুলিশ
রাজধানীতে সোনালী নামে (২৫) হারানো একজন বাকপ্রতিবন্ধী নারী পাওয়া গেছে। কিন্তু তার পরিবারের কারও সন্ধান পাওয়া না যাওয়ায় জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে এ তথ্য। গত ৪ জানুয়ারি বিকেলে তেজগাঁওয়ের তেজকুনিপাড়া রাজা মিয়ার গলিতে ওই নারীকে কান্নাকাটি করতে দেখে স্থানীয় লোকজন তাকে তেজগাঁও থানায় নিয়ে যায়  সেখানে তিনি কাগজে নিজের নাম লেখেন সোনালী।  পরে তেজগাঁও থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে।  এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।  বর্তমানে ওই নারী ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরাপদ আশ্রয়ে রয়েছেন। বাকপ্রতিবন্ধী এই নারীর কোনো স্বজনের সন্ধান বা ঠিকানা পাওয়া গেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের মোবাইল ০১৩২০০৪২০৮৫ অথবা ০১৩২০০৪২০৫৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।
১১ জানুয়ারি ২০২৪, ২০:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়