• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
স্পেন নয়, মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত সেই দিয়াজের
প্রথমবারের মতো মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ। চলতি মাসে অ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে। ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনের প্রতিনিধিত্ব করেছিলেন ২৪ বছর বয়সী দিয়াজ। সে সময়ে করোনা মহামারীতে কোনো সিনিয়র ফুটবলার খেলতে রাজী না হওয়ায় স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন দিয়াজ।  এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি তিনি। যে কারণে বছরখানেক আগে মরক্কোর নাগরিকত্বের জন্য আবেদন করেন দিয়াজ। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ। এদিকে বুধবার মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো এই দলে ডাক পেয়েছেন মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন এলিয়েসেন। উল্লেখ্য, আগামী ২২ মার্চ অ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবিলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।
১৫ মার্চ ২০২৪, ০৮:১৬

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাস কর্মকর্তার মৃত্যু
রাজধানীর গুলশানে একটি ভবনের ছাদ থেকে পড়ে ইসমাইল গিল সেরেনো (৫৮) নামে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।  রোববার (৩ মার্চ) বিকেলে গুলশানের অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।  তিনি আরও বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  
০৩ মার্চ ২০২৪, ১৮:৩১

আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
আলোচিত সেই নারী ফুটবলার জেনি হারমোসোর গোলে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে জায়গা হলো স্পেনের। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা ওমেন্স নেশন্স লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।  এরই মাধ্যমে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বও নিশ্চিত করেন স্পেনের নারী ফুটবলাররা। যদিও উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। যে ফ্রান্স অন্য সেমিফাইনালে জার্মানির মতো শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।  এর আগে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে বিজয়ী দলের ফুটবলার জেনি হারমোসোর ঠোটে চুমু দিয়ে বেশ বিতর্কের জন্ম দিয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস।  যে ঘটনার জের ধরে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হয় তাকে। সেই জেনি হারমোসোই নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে জয়যাত্রার সূচনা করেন। ৪১তম মিনিটে প্রায় এককভাবেই তিনি নেদারল্যান্ডস ডিফেন্ডারদের কাটিয়ে গোলটি করেন।  ৪৫তম মিনিটে ব্যালন ডি’অর বিজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতি করেন দ্বিতীয় গোল।  ৭৭ মিনিটে লেফট ব্যাক ওনা ব্যাটল তৃতীয় গোল করে স্পেনের বিজয় নিশ্চিত করেন। স্পেন নারী দলের কোচ মন্তসি টমি বলেন, ‘আমি ও আমার স্টাফরা এই দলটির দায়িত্ব নিয়েছিলাম কঠিন এক সময়ে। যদিও কঠিন সময় পাড়ি দিয়ে এখন আমরা একধাপ এগিয়ে। আমরা খুবই গর্বিত যে, আমাদের কাজ সঠিকভাবে চালিয়ে নিতে পেরেছি। এ দলটি অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা রাখে। আগের সব জেনারেশনই চেষ্টা করেছে অলিম্পিক ফুটবলে খেলার, তারা পারেনি। অবশেষে আমরা চেষ্টা করে সফল হলাম।’
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়