• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
শিক্ষার্থীকে যেই স্পর্শ করে সেই অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ৩৫
ভোলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এক শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। তাকে স্পর্শ করা ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৩৫ জনকে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন স্কুলে গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে যায়। ওই ছাত্রকে প্রাথমিক সেবা দেওয়া অবস্থায় ওই ছাত্রকে ধরে থাকা অন্য শিক্ষার্থীরাও একে একে মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু কিছু ছাত্র স্কুল থেকে বাসায় গিয়েও অনেক অসুস্থ হয়ে পড়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছি এমন সময় জিহাদ অসুস্থ হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পড়ে যায়। আমারও মাথা ঘুরেছে এবং চোখ দিয়ে হঠাৎ পানি পড়া শুরু করেছে।’ অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিহাদ বলেন, ‘গণিত স্যারের ক্লাসে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। এমনভাবে মাথা ব্যথা উঠছে মনে হয়েছে চুলগুলো উঠিয়ে ফেলি। আমার এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরিতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।’ সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত হাসপাতালে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। হঠাৎ ছাত্র-ছাত্রীরা ম্যাস সাইকোজনিক ইলনেস (Mass Psychogenic Illness) নামক রোগে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে আতঙ্কের কিছু নেই তারা শিগগিরই সুস্থ হয়ে যাবে।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার হালদার জানান, আমি বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে থেকে চিকিৎসার অগ্রগতি লক্ষ্য করেছি।  
২০ মার্চ ২০২৪, ০১:০১

সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারলেও এই ম্যাচ দিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।  পিচে এসেই ব্যাট চলাতে থাকেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।  শেষ দিকে সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরই মাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।  তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। ৩১৭ উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান (৩১৭)। এরপর যথাক্রমে মাশরাফি বিন মোর্ত্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদী হাসান মিরাজ (১০৩)। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
১৫ মার্চ ২০২৪, ২৩:২৭

নতুন মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে  ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সৌম্য সরকার। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার ওপেনার।  শুক্রবার (১৫ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটনকে হারায় টাইগাররা। এরপর দেখেশুনে থিতু হয়ে, তবেই ব্যাট চালিয়েছেন সৌম্য। চল্লিশের পর থেকে কিছুটা সময় নিলেও ফিফটির ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার। চার মেরে পূর্ণ করেছেন নিজের অর্ধশতক। ৫২ বলে স্পর্শ করেছেন ফিফটি।  এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। ওয়ানডে ক্যারিয়ারে নিজের দুই হাজার রান পূরণ করেছেন তিনি। ফিফটির মতো এবারও মাইলফলকে গিয়েছেন চার মেরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে তার রান ছিল ১৯৪৪। ৫৬ রান করে সেটা নিয়ে গিয়েছেন ২ হাজারের ঘরে। তবে শেষ পর্যন্ত ৬৮ রানে থামতে হয়েছে সৌম্যকে।  বাংলাদেশে হয়ে সবচেয়ে দ্রুত সময়ে দুই হাজার রান স্পর্শ করেছেন সৌম্য সরকার। এই মাইলফলক স্পর্শ করতে তাকে খেলতে হয়েছে ৬৪ ইনিংস। এর আগে ৬৫ ইনিংসে জায়গাটি দখল করে রেখে ছিলেন লিটন দাস ও শাহরিয়ার নাফিস। এরপরই রয়েছেন সাকিব আল হাসান। ৬৯ ইনিংস দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগার পোস্টারবয়।
১৫ মার্চ ২০২৪, ২০:৫৫

সেঞ্চুরি করে গেইলকে স্পর্শ করলেন তামিম
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। এর আগে বিপিএলে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ  করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। এবার আরও একটি রেকর্ড গড়লেন এই টাইগার ক্রিকেটার। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে শততম ছক্কা হাঁকানোর এলিট ক্লাবে প্রবেশ করেন এই ড্যাশিং ওপেনার। বিপিএলের এখন পর্যন্ত দশটি আসরের ইতিহাসে এতদিন ছক্কার সেঞ্চুরির রেকর্ড ছিল টি-টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইলের দখলে। মাত্র ৫২ ইনিংসে ১৪৩টি ছক্কা হাঁকিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা ব্যাটার।  এবার প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গেইলের পাশে বসলেন তামিম। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। যা নিয়ে বর্তমান বিপিএলে তামিমের ছয়ের সংখ্যা দাঁড়াল ১০৩টি। এদিন দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। সাতটি চার এবং চার ছক্কায় ১৫৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। বিপিএলে নিজের ৯৮তম ম্যাচে ছক্কার সেঞ্চুরি করেন তামিম। ড্যাসিং ওপেনারের পরের স্থানে আছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। দুজনে সমান ৯৭ টি ছক্কা হাঁকিয়েছেন। আর ৯৫টি ছক্কা নিয়ে এ দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান বিপিএলে ৮৫ ছয়ের মার মারেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৯

ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন উইলিয়ামসন
গত বছরটা ইনজুরির সঙ্গে যুদ্ধ করে পার করেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন। বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। তবে নতুন বছরের শুরুটা করেছে দুর্দান্তভাবে। ঘরের মাঠে এক টেস্ট দুই সেঞ্চুরি করে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৩২ বলে ১০৯ রানের দুর্দান্ত খেলেছেন উইলিয়ামসন। এরপর মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তৃতীয় দিনে ২৮৯ বলে ১১৮ রানের আরও একটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। উইলিয়ামসনের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে রেখেই ৫২৮ রানের বিশাল লিড পেয়ে গেছে কিউইরা। এই টেস্টে দুই সেঞ্চুরি করে বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তবে ঘরের মাটিতে এটি ১৮তম সেঞ্চুরি। ঘরের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকদের মধ্যে উইলিয়ামসনের অবস্থান এখন যৌথভাবে ষষ্ঠ। ঘরের মাটিতে উইলিয়ামসনের সমানসংখ্যক সেঞ্চুরি আছে অজি কিংবদন্তি ব্র্যাডম্যান ও ইংলিশ ব্যাটার জো রুটের নামের পাশেও। ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছেন মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিং। এই তিন কিংবদন্তির প্রত্যেকের নামের পাশে আছে ২৩টি করে সেঞ্চুরি।   ঘরের মাঠে ৪৬ টেস্ট খেলে উইলিয়ামনের সংগ্রহ ৪৪৮৭ রান, গড় ৬৯.০৩। একইসঙ্গে সবচেয়ে দ্রুততম সময়ে ৩১টি টেস্ট সেঞ্চুরি করার ক্ষেত্রে উইলিয়ামসনের অবস্থান এখন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে যৌথভাবে দুইয়ে। প্রথম স্থানে আছেন শচীন টেন্ডুলকার। এই ভারতীয় কিংবদন্তির ৩১তম সেঞ্চুরির দেখা পেতে ১৬৫ ইনিংস খেলতে হয়েছিল।   এ ছাড়া মাত্র পঞ্চম কিউই ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিতে নাম লেখিয়েছেন উইলিয়ামসন। বাকিরা হলেন- গ্লেন টার্নার, জিওফ হাওয়ার্থ, অ্যান্ড্রু জোনস এবং পিটার ফুলটন।    
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭

অনুমতি ছাড়া শরীর স্পর্শ করা যাবে না : সামিয়া অথৈ
২০১৬ সালে নাচভিত্তিক টেলিভিশন রিয়্যালিটি শো ‘সেরা নাচিয়ে’র মাধ্যমে পরিচিতি পান সামিয়া অথৈ। তবে নিজেকে শুধু নাচেই সীমাবদ্ধ রাখেননি তিনি, থিতু হয়েছেন অভিনয়ে। নাটক থেকে সিনেমা, সবখানেই রয়েছে তার পদচারণা। ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননার পাশাপাশি দেশেও পুরস্কৃত হয়েছেন।  কোনো নারীকে স্পর্শ করতে চাইলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী সামিয়া অথৈ। তিনি বলেন, ব্যক্তিজীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। কোনো কিছুতে নারী যদি না বলে সেটা মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও। যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে, আমি সেখান থেকে সরে আসি। সবাইকে আমি বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে। না মানে না। কখনও কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না। প্রসঙ্গত,  ‘প্রেমপুরাণ’, ‘কাচের দেয়াল’, ‘ইনফিনিটি সিজন-টু’ ওয়েবে ফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সামিয়া। তাকে দেখা গেছে ‘দামাল’ চলচ্চিত্রেও।  সম্প্রতি ‘মোবারকনামা’ সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন সামিয়া। এই সিরিজের মূল বক্তব্য—অনুমতি ছাড়া স্পর্শ নয়। এর সমর্থনেই সবর হয়েছেন সামিয়া।  
১২ জানুয়ারি ২০২৪, ১৩:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়