• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৈশাখের শুরুতেই তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে। ফলে তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। দাবদাহের জেরে শিক্ষার্থীদের অবস্থা শোচনীয়। সাধারণত মে মাস থেকে গরমের ছুটি দেওয়া হয় স্কুলগুলোতে। তবে গরমের তীব্রতা বাড়তেই ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে রাজ্যটির শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজ্যের শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যর কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া অন্য সব জেলার সরকারি স্কুলগুলোতে ছুটি থাকবে। তীব্র দাবদাহের কারণে আগামী ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে এই ছুটি। সরকারি স্কুলগুলোর মতো বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরের বিবৃতিতে। অতিরিক্ত ছুটির জন্য শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হবে, তা অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে পুষিয়ে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ছুটি শেষে স্কুল কবে খুলবে, সে বিষয়ে আবহাওয়ার পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। স্কুল না খোলা পর্যন্ত বিশেষ ছুটিতে থাকবেন তারা। কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অন্তত চার ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গজুড়ে জারি থাকবে গরম আবহাওয়ার সর্তকতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া ও নদীয়া জেলায়ও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। খুব শিগগিরই এই দহনজ্বালা থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই।
১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪, ২১ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা  ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘স্কুল বিষয়ক টিফিন ব্রেক’।  সকাল ১০টা ৪০মিনিটে বাংলা ছায়াছবি ‘আইন বড় না সন্তান বড়’। অভিনয় করেছেন- মারুফ, সাহারা প্রমুখ।  দুপুর ২টা  ৩০মিনিটে ‘রমজানের আমল’।  দুপুর ২টা ৩২মিনিটে শিশুদের ইসলামী মূল্যবোধ বিষয়ক অনুষ্ঠান ‘তোমাদের জন্য ইসলাম’।  দুপুর ২টা ৩৫মিনিটে ‘যমুনা স্মার্ট কিচেন’।  দুপুর ২টা ৪৫মিনিটে রজমানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’। বেলা ৩টায় ‘নিউজ টপটেন’।  বেলা ৩টা ২০মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফাদ রসুই মজাদার রান্না’।  বেলা ৩টা ৩৫মিনিটে রান্নার অনুষ্ঠান ‘এসিআই পিউর গুড়া মসলা ইফতার এক্সপ্রেস’।  বেলা ৩টা ৪৫মিনিটে লাইভ ‘বিআরবি কল্যাণময় রমাজান’।  বিকেল ৪টা ২০মিনিটে ‘জর্ডান’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমনমূলক অনুষ্ঠান: ‘আরাবী কাফেলা’।  বিকেল ৪টা ৫০মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক জপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।  বিকেল ৬টা ১০মিনিটে ইফতারের পূর্ববর্তী সময়ের ‘ক্রাউন সিমেন্ট মোনাজাত’।  সন্ধ্যা ৬টা ২২মিনিটে চায়না ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘চায়না ফোকাস’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান- ‘এই রাত তোমার আমার’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক- ‘গোলমাল’।  কায়সার আহমেদ ও আল হাজেনের পরিচালনা।  অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’।  রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ৯টা ৪৫মিনিটে প্রতিযোগিতামূলক ‘ইসলামিক আইকন সিজন ৪’।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টায় ‘নিউজ টপ টেন’।  রাত ১২টা ১০মিনিটে ‘উন্নয়নের বাংলাদেশ’।   রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
০৪ এপ্রিল ২০২৪, ০৮:৩৯

শনিবারও স্কুল খোলা রাখার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগামী বছর থেকে সপ্তাহের শনিবারও স্কুল খোলা রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।  মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ  ইঙ্গিত দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে সব মতের মানুষের বিশ্বাস ও চিন্তা-চেতনার প্রতি সম্মান রেখে পাঠ্যপুস্তক প্রণয়নসহ সব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে মন্ত্রণালয়। রমজানের ছুটি সমন্বয় করতে আগামী বছর থেকে প্রয়োজনে সারা বছর শনিবার স্কুল খোলা রাখা যেতে পারে।    পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু এই বছর বিষয়টি এসেছে, আমরা আগামীতে চেষ্টা করবো এই বিতর্ক এড়াতে। বছরে ৫২টি শনিবার আছে। এ দিনগুলোতে বিদ্যালয় খোলা রেখে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস চলছে তা বন্ধ করার চেষ্টা করবো। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো, যেন আদালতে গিয়ে মিথ্যা গুছিয়ে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে এ ধরনের অপচেষ্টা কেউ আর না করতে পারে।  প্রসঙ্গত, এ বছর রমজানে স্কুল ছুটির আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে স্কুল খোলা রাখার সিদ্ধান্তে অনড় ছিল মন্ত্রণালয়। রমজানের আগের দিন তারা আপিল করে বসে। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। এ সময় চেম্বার বিচারপতি প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে?  পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়, যেখানে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
২৬ মার্চ ২০২৪, ১৬:৪৭

অঞ্চলভেদে ভিন্ন সময়ে স্কুল ছুটি নির্ধারণের ভাবনা সরকারের
দেশের একেক অঞ্চলে একেক সময়ে স্কুল ছুটি নির্ধারণ করার কথা ভাবছে সরকার। ইতোমধ্যে সারাদেশে একযোগে শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার যে নিয়ম প্রচলিত আছে, তা পরিবর্তনের জন্য আলোচনাও হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত জেন্ডার রেসপন্সিভ স্কুল অ্যান্ড কমিউনিটি সেফটি ইনিশিয়েটিভস (জিআরএসসিএসআই) প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।  তিনি বলেন, শীতকালীন ছুটি যখন দেওয়া হয় সেই সময়টা যদি কিছু এলাকায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হয়, তাহলে উত্তরবঙ্গসহ কিছু এলাকার শিক্ষার্থীরা সঠিক সময়ে বন্ধ পাবে। ঠিক সেভাবে গ্রীষ্মকালীন ছুটি এবং বন্যাপ্রবণ এলাকাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা বন্যার সময়ে ছুটি পেতে পারে। এই বিষয়ে একটি রূপরেখা শিগগির আসবে। এনসিটিবি চেয়ারম্যান আরও বলেন, আমাদের জাতীয় পর্যায়ে দুর্বলতা হচ্ছে অনেক দুর্গম এলাকায় আমরা যেতে পারছি না। এসব এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওগুলো কাজ করছে, যা সরকারকে সহযোগিতা করছে। এ কারণে শিক্ষার্থীরা এখন দুর্যোগ মোকাবিলায়, সুরক্ষা ও স্বাস্থ্যবিধির বিষয়ে অনেক সচেতন হয়েছে। এই প্রকল্পটি স্কুল শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল, নিরাপদ স্কুল এবং কমিউনিটিতে অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য ব্যাপকভাবে অবদান রেখেছে।  প্ল্যান ইন্টারন্যাশনাল জাপানের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান এবং স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আফরোজ মহল।
২২ মার্চ ২০২৪, ১২:৪৯

স্কুল ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা
চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।  বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামন থেকে তাকে আটক করা হয়। দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখকে জেল হাজতে পাঠান হয়। আটককৃত মো. রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতো বলে সে পুলিশকে জানায়।  চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠান হয়েছে।
২২ মার্চ ২০২৪, ০৮:৪৮

আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ২২ মার্চ ২০২৪, ৮ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘স্কুল বিষয়ক অনুষ্ঠান টিফিন ব্রেক’।  সকাল ১০টা ৪০মিনিটে ‘ইংলিশ ফর ইউ’।  সকাল ১১টা ৫মিনিটে বাংলা ছায়াছবি ‘টাকার চেয়ে প্রেম বড়’।  অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  দুপুর ২টা ৩৫মিনিটে ‘রমজানের আমল’।  দুপুর ২টা ৩৫মিনিটে শিশুদের ইসলামী মূল্যবোধ বিষয়ক অনুষ্ঠান ‘তোমাদের জন্য ইসলাম’।  দুপুর ২টা ৪৫মিনিটে রমজানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  বেলা ৩টায় ‘নিউজ টপটেন’।  বেলা ৩টা ২০মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফাদ রসুই মজাদার রান্না’।  বেলা ৩টা ৩৫মিনিটে রান্নার অনুষ্ঠান ‘এসিআই পিউর গুড়া মসলা ইফতার এক্সপ্রেস’।  বেলা ৩টা ৪৫মিনিটে লাইভ ‘বিআরবি কল্যাণময় রমাজান’।  বিকেল ৪টা ২০মিনিটে ‘জর্ডান’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমনমূলক অনুষ্ঠান ‘আরাবী কাফেলা’।  বিকেল ৪টা ৫০মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক জপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।  বিকেল ৬টা ১০মিনিটে ইফতারের পূর্ববর্তী সময়ের ‘ক্রাউন সিমেন্ট মোনাজাত’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’।  রাত ৮টায় শুক্রবারের বিশেষ নাটক- ‘পথে হলো দেখা’। পরিচালনা- মাহমুদুর রহমান হিমি।  অভিনয় করেছেন- ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ।  রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালনা- ইকবাল মাহমুদ বাবুল।   অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ৯টা ৪৫মিনিটে প্রতিযোগিতামূলক ‘ইসলামিক আইকন সিজন ৪’।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।   রাত ১১টা ২৫মিনিটে লাইভ টকশো ‘আওয়ার ডেমোক্রেসি’।   রাত ১২টায় নিউজ টপটেন।   
২২ মার্চ ২০২৪, ০৮:৩৩

আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, ৭ চৈত্র ১৪৩০। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন- সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘স্কুল বিষয়ক টিফিন ব্রেক’।  সকাল ১০টা ৪০মিনিটে বাংলা ছায়াছবি ‘এরই নাম দোস্তী’। অভিনয় করেছেন- রিয়াজ, শাবনূর প্রমুখ দুপুর ২টা ৩৫মিনিটে ‘রমজানের আমল’।  দুপুর ২টা ৩৫মিনিটে শিশুদের ইসলামী মূল্যবোধ বিষয়ক অনুষ্ঠান ‘তোমাদের জন্য ইসলাম’।  দুপুর ২টা ৪৫মিনিটে রজমানের সরাসরি ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  বেলা ৩টায় ‘নিউজ টপটেন’।  বেলা ৩টা ২০মিনিটে রান্নার অনুষ্ঠান ‘ইফাদ রসুই মজাদার রান্না’।  বেলা ৩টা ৩৫মিনিটে রান্নার অনুষ্ঠান ‘এসিআই পিউর গুড়া মসলা ইফতার এক্সপ্রেস’।  বেলা ৩টা ৪৫মিনিটে লাইভ ‘বিআরবি কল্যাণময় রমাজান’।  বিকেল ৪টা ২০মিনিটে ‘জর্ডান’ দেশের ইসলামী ঐতিহাসিক স্থান ভ্রমনমূলক অনুষ্ঠান ‘আরাবী কাফেলা’।  বিকেল ৪টা ৫০মিনিটে কোরআনে হাফেজদের প্রতিযোগিতামূলক জপিএইচ ইস্পাত ‘আলোকিত কোরআন’।  বিকেল ৬টা ১০মিনিটে ইফতারের পূর্ববর্তী সময়ের ‘ক্রাউন সিমেন্ট মোনাজাত’।  সন্ধ্যা ৬টা ২২মিনিটে চায়না ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক আলোচনা অনুষ্ঠান ‘চায়না ফোকাস’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  সন্ধ্যা ৭টা ৩০মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’।  রাত ৮টায় ‘নির্বাচিত নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক-‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘জাদুনগর’। রচনা- আহমেদ শাহাবুদ্দীন ও পরিচালনা- কাওসার আহমেদ।  অভিনয় করেছেন- মীর সাব্বীর, নাদিয়া আফরীর মীম, জয়রাজ ওবিদ রেহান, শায়েদ আলী, ড: এজাজ, ওলিউল হক রুমি, বিনয় ভদ্র প্রমুখ।  রাত ৯টা ৪৫মিনিটে প্রতিযোগিতামূলক ‘ইসলামিক আইকন সিজন ৪’।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টায় ‘নিউজ টপ টেন’।   রাত ১২টা ১০মিনিটে ‘উন্নয়নের বাংলাদেশ’।   রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।   
২১ মার্চ ২০২৪, ০৮:৩২

ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ভারী বৃষ্টিতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিনসহ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।  সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বৃষ্টির কারণে বেশ কয়েকটি এলাকা বিশেষত তাবুকের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। সতর্কবার্তায় ঝড় ও শিলাবৃষ্টিসহ আকস্মিক বন্যার আশঙ্কা করা হয়েছে। ইতোমধ্যে তাবুকে এসব আঘাত হেনেছে বলেও প্রতিবেদনে বলা হয়। দেশটির আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে জানায়, মক্কা, মদিনা, তাবুকসহ উত্তর ও উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাসের সঙ্গে বালুঝড় ও শিলাবৃষ্টি এবং ভারি বজ্রঝড় হতে পারে।  এ সময়ে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দেশটির বেশিরভাগ অঞ্চলে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
২০ মার্চ ২০২৪, ১১:১৯

পালিয়ে আসা ১৭৯ বিজিপি সদস্যকে রাখা হলো বিজিবি স্কুলে
বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। এর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজিপি সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এর আগে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত মিয়ানমারের বিজিপির মোট ১৭৯ জন সদস্যকে নিরস্ত্রীকরণ করে তাদের আশ্রয় দেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ মুজাহিদ উদ্দিন জানান, ১১ মার্চ প্রথমে সকালে ২৯ জন ও পরে রাতে ১৫০ জন মিলে সর্বমোট আসা ১৭৯ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে নাইক্ষ্যংছড়ি সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় শনাক্তকরণ কাজ চলছে। পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যসহ ৩৩০ জন সেনা। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার উখিয়ার ইনানী নৌ–বাহিনীর জেটিঘাট দিয়ে তাদের মিয়ানমারে পাঠানো হয়। আর ১১ মার্চ বাংলাদেশে পালিয়ে এসেছেন আরও ১৭৯ জন।
১৩ মার্চ ২০২৪, ০৩:১৮

রমজানে স্কুল বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আপিল বিভাগ
রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। তারা বলেন, রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই।  এর আগে, সোমবার স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। পরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এদিকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। ওই রিটের শুনানি এখনও হয়নি।
১২ মার্চ ২০২৪, ১৭:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়