• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সোয়া কোটি টাকার ভারতীয় পেঁয়াজসহ আটক ৮
সুনামগঞ্জে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের কবির মোল্লার ছেলে আজিম মোল্লা, একই থানার মোছড়া (উত্তরপাড়া) গ্রামের ইলিয়াস শেখের ছেলে মোঃ জসিম শেখ ও ওয়াসিম শেখ, হবিগঞ্জ বাহুবল থানার দক্ষিণ ডুবাঐ গ্রামের মোঃ সমছু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া, বগুড়া শিবগঞ্জ থানার উতলি দাশপাড়া গ্রামের নারায়ন চন্দ্র দাশের ছেলে বিজল চন্দ্র দাশ, সাতক্ষীরা কলারুয়া থানার দক্ষিণ দিঘং গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান বুলবুল, সুনামগঞ্জের তাহিরপুর থানার তরং শ্রীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়ার ছেলে মোঃ মিলন ও সুনামগঞ্জ সদর থানার পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত আরাফাত উল্লার ছেলে রহমত উল্লা। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এদিন দিবাগত রাতে সুনামগঞ্জের সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৬টি ট্রাক ও ১টি পিকআপে করে ৪৫ টন ভারতীয় পেঁয়াজ আনা হচ্ছিল। সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ জব্দ করে। পরে এরসঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৯

‘পদ্মা সেতুতে দৈনিক আয় সোয়া ২ কোটি টাকা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পদ্মা সেতুতে টোল আদায়ে দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক পদ্মা বহুমুখী সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত ১৯ মাসে মোট টোল আদায় হয়েছে ১ হাজার ২৭০ কোটি ৮১ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা। উদ্বোধনের পরে এক বছরেই (২০২৩ সালের ২৫ জুন পর্যন্ত) আয় হয়েছে প্রায় ৭৯৮ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকা এবং দৈনিক গড় আয় প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। তিনি বলেন, পদ্মা সেতু দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে। দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে ঢাকাসহ পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। সেতুটি নির্মাণের ফলে দেশে শ্রমশক্তির প্রায় ১ দশমিক ৪ শতাংশের কর্মসংস্থান ঘটেছে। দেশে দশমিক ৮৪ শতাংশ দারিদ্র্য হ্রাস পেয়েছে। সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ এবং সামগ্রিকভাবে ১ দশমিক ২৩ শতাংশ। সরকারপ্রধান বলেন, সেতুটি ট্রান্স এশিয়ান রেল ও সড়ক এ সেতুর মাধ্যমে যুক্ত হবে। ফলে বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটন ত্বরান্বিত হবে। এরই মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক জীবনচিত্র পাল্টে গিয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সেই সঙ্গে বছরে অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ দামের পণ্য ও সেবা উৎপাদন/রপ্তানি করা সম্ভব হবে। ফলে জনসাধারণের আয় তথা ক্রয়ক্ষমতা বাড়বে এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। অর্থনৈতিক অঞ্চলগুলো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৯

শাহজালালে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২৯ লাখ টাকার স্বর্ণসহ হাফিজ হাসান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাসকাট বিমানবন্দর থেকে ওমান এয়ারওয়েজের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৮১০ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) কাস্টমস গোয়েন্দা তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উড়োজাহাজটির ৩২-এ সিটের যাত্রী হাফিজ হাসানকে তল্লাশি করা হলে তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচটেপে মোড়ানো স্বর্ণের বার দেখতে পাওয়া যায়। পরে তা উদ্ধার করা হয়। এরপর গণনা করে ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।  পরবর্তীতে হাফিজ হাসানের দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩ হাজার ৮১০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৯ লাখ টাকা। কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে স্বর্ণের বারগুলো জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার কার্যক্রম চলছে।
২৪ জানুয়ারি ২০২৪, ২১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়