• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ঈদে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জয়ের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। জয় লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের দিনটি সবার জন্য হোক আনন্দ ও উৎসবের। ঈদ বার্তা বয়ে আনুক শান্তি ও সম্প্রীতির। আনন্দ উদযাপনের পাশাপাশি আজকের দিনে সুবিধাবঞ্চিত সব শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করি সবাই, এটাই ইসলামের শিক্ষা। ঈদ মোবারক! এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনের কর্মকর্তারা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এবার ১৫০০ জনকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। অন্যদিকে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশে-বিদেশে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, ঈদে সবার জীবনে সুখ শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি। গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।  
১১ এপ্রিল ২০২৪, ১২:৩৭

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে অপু-গৌতম
ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পর্দায় তার সহানুভূতি, উদারতা, মহত্ব দেখেছেন অপুভক্তরা। বাস্তবেও সহানুভূতির হাত বাড়িয়েছেন এ অভিনেত্রী। এদিকে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাকেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা যায়। এবার তারা দুজনেই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। রাজধানীর শ্যামলীতে ‘ছায়াতল’ নামের একটি প্রতিষ্ঠান সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার ( ১ এপ্রিল) এই প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক কিনে দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন অপু বিশ্বাস ও গৌতম সাহা। এ সময় প্রায় ১০০ শিশুর সঙ্গে কিছু সময় কাটান তারা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস, ‘ছায়াতল’ নামের প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমাকে যখন ‘ছায়াতল’ থেকে বলা হয়, আমি তখনই রাজি হয়ে যাই। গৌতম সাহা বলেন, আমি সবসময়ই সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। সুযোগ পেলে আমি তাদের জন্য কিছু করি। ঈদে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য ওদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। অপু বিশ্বাস বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে গৌতম সাহা ঈদের ফটোশুট নিয়ে ব্যস্ত পার করছেন।
০২ এপ্রিল ২০২৪, ২৩:৫৭

হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে হাবিপ্রবি মজার স্কুল। সোমবার (২৫ মার্চ) বিকেলে হাবিপ্রবি স্কুল মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় হাবিপ্রবি ‘মজার ইস্কুল’ কর্তৃক আয়োজিত এ কার্যক্রমে প্রায় ১২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে সেমাই, চাল, চিনিসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. মাহাবুব হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আইভি রহমান হলের হল সুপার প্রফেসর আদিবা মাহজাবিন নিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, আমরা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি তা হলো আমাদের ছেলে মেয়েগুলো ভালো সিজিপিএ ও ভালো মানুষ হওয়ার জন্য এসব মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসবে। আমি মনে করি, মানুষ হওয়ার ক্ষেত্রে হাবিপ্রবি ‘মজার ইস্কুল’ অনেক বড় একটা ক্ষেত্র। যেখান থেকে মানবিক দিকগুলো ফুটে উঠবে এবং পরবর্তী জীবনে তা বাস্তবায়ন করবে।
২৬ মার্চ ২০২৪, ১৩:৪৬

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
টাঙ্গাইল সদরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।  শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পড়ুয়া দুই শতাধিক শিশুর মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরণের চার শতাধিক শিশুদের মাঝে বই বিতরণ করা হয়। বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহান মিয়া।  বিতরণকালে পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান, সদস্য শাকিল আহমেদ, সুমন চৌধুরী, রিপন মিয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বই পেয়ে শিশুদের চোখে ছিল আনন্দ আর মুখে ছিল উচ্ছ্বাস। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। আমি মাঝে মাঝে পাঠাগারে এসে বই পড়ি। আজ বই উপহার পেয়ে আমি আনন্দিত। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান বলেন, বই শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি ও মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। শিশু বয়স থেকেই শিক্ষামূলক বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাই গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ার সুযোগ করে দিতে আমরা বিনামূল্যে বই বিতরণ করে থাকি।  প্রসঙ্গত, এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৫

সুবিধাবঞ্চিত মানুষদের খাবারের প্রকল্প ‌‘ভাগ করে খাই’
চাও-মেন রেস্টুরেন্ট, সিলেট স্ট্রাইকারর্স এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে রাজধানীর বনানীতে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো প্রকল্প ‘ভাগ করে খাই’। এ প্রকল্পের আওতায় চাও-মেন রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবে, ঠিক একই সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে পরদিন রেস্টুরেন্টটির পক্ষ থেকে বিনামূল্যে খাওয়ানো হবে। আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার (৮  ফেব্রুয়ারি)।  জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকারর্সের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে ‘ভাগ করে খাই’ প্রকল্পের উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনসিলেট স্ট্রাইকারর্সের মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি ও খেলোয়াড়রা।  আরও উপস্থিত ছিলেন চাও-মেন রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ফখর উদ্দিন ও আসহাবুস সাফা, জেসিআই ঢাকা প্রিমিয়ারের পক্ষ থেকে লোকাল প্রেসিডেন্ট আসহাবুস সাফা, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী নাইম মনজুর, লোকাল ভাইস প্রেসিডেন্ট সাইদ জিয়াউল আহসান, কমিটি চেয়ার আইমান বিন নাসিম, সেক্রেটারি জেনারেল গাজী শাহরিয়ার মৃদুল এবং অনেকে। ‘ভাগ করে খাই’ প্রকল্পের মাধ্যমে সারা বছর অসংখ্য অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৫

সেনবাগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীর সেনবাগে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন।   বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সেনবাগ উপজেলার কাদরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, সেনবাগ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক (আরটিভি প্রতিনিধি) জাহাঙ্গীর পাটোয়ারী, বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য সুবিমল কান্তি ভৌমিক নরেশ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানসহ শিক্ষক বৃন্দ। প্রসঙ্গত, মরহুম আবদুল হাকিম ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ, শিক্ষার্থীদের মেধা বিকাশে মেধা বৃত্তি, গরিব অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ, গ্রাম পুলিশদের মধ্যে র্স্মাটফোন বিতরণ, বালাই দমনে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ, করোনাকালিন সময়ে মার্ক, হেন্ড ওয়াস, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কাজে কর্মসূচী পালন করছে।   
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়