• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সুবিপ্রবির নিয়োগ পরীক্ষা ডুয়েটে, ফেসবুকে সমালোচনার ঝড়
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নিয়োগ পরীক্ষা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নেওয়ার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পাঠানো পরে শুরু হয় এ সমালোচনা। ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে প্রবেশপত্রটি। সিদ্ধান্তটি ভালোভাবে দেখছেন না সব শ্রেণি-পেশার মানুষ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জনবল ঘাটতির জন্যই গাজীপুরে পরীক্ষার আয়োজন করা হয়েছে। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টায় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত হবে। উল্লেখিত তারিখে প্রবেশপত্রসহ যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এ বিষয়ে ফেসবুকে আইনজীবী এআর জুয়েল লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহায়ক পদের পরীক্ষা গাজীপুর গিয়ে দিতে হবে কেন? সুনামগঞ্জে কি এটা নেওয়ার সুযোগ নেই! নাকি অন্য উদ্দেশ্য? তার মানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামটাই সুনামগঞ্জে আর বাকি সবকিছুর চাবি আপনাদের হাতেই। রিংকু চৌধুরী নামের একজন লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিয়ন পদে নিয়োগ পরীক্ষা গাজীপুর কেন? সুনামগঞ্জে কি পরীক্ষা নেয়ার জায়গা নেই? না, অন্য কোন কারণ? সুনামগঞ্জের কোনো কলেজে পরীক্ষা নিলে অসুবিধা কোথায়? না কি অন্য জেলার মানুষের জীবিকার সুযোগ দিতে এবং সুনামগঞ্জসহ সিলেটের পরীক্ষার্থীদের বঞ্চিত করার কৌশল? দয়া করে এগুলো বাদ দিয়ে সব নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে নেওয়ার ব্যবস্থা করুন। সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী লিখেছেন, এটা কেমন তামাশা! সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অফিস সহায়ক পদের পরীক্ষা গাজীপুরে হবে! মানে আপনারা সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় দিয়ে ক্ষমতা সেই ঢাকায়ই রাখলেন! তাহলে হাওর এলাকায় বিশ্ববিদ্যালয় দেওয়ার মানে টা কি হলো? যে বিশ্ববিদ্যালয় দিয়ে হাওরের মানুষকে স্বাবলম্বী হতে দিলেন, সেই আপনারাই আপনাদের কাছে জিম্মি রাখতে চাইছেন? এমন মাথামোটা সিদ্ধান্তটা কে নিয়েছে একটু জানাবেন? সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমদ বলেন, অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জবাসীকে বঞ্চিত করার জন্য পরীক্ষা গাজীপুরে নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে সুনামগঞ্জবাসী আন্দোলনে নামবে। আশাকরি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে এসে সুনামগঞ্জেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন। সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা গাজীপুরে হবে কেন? সুনামগঞ্জ না হলে সিলেট বিশ্ববিদ্যালয়ে নেওয়া হোক। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির লোকবল নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া উচিত। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা গাজীপুরে। এটি তো পরীক্ষার্থীদের জন্য হয়রানি হবে। এই পরীক্ষা সুনামগঞ্জেই নেওয়া সম্ভব। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, লোকবল সংকট দেখিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা গাজীপুরে নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটা যৌক্তিক ব্যাখ্যাও নয়। আমি এটা নিয়ে উপাচার্যের সঙ্গে  কথা বলব। এ বিষয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো জনবল নেই। এ ছাড়াও প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সিকিউরিটির ব্যাপার রয়েছে। কোনো সমস্যা হলে দায় আমাদের ওপর পড়বে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আমি পড়িয়েছি। সবকিছুই চেনা জানা। অন্য প্রতিষ্ঠানের এরকম পরীক্ষা আরও নিয়েছি আমরা। সেই অভিজ্ঞতা থেকে ডুয়েটে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
১২ জানুয়ারি ২০২৪, ২২:৫০

সুনামগঞ্জ -৩ আসনে জয়ী এম এ মান্নান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির মোট ১৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট। সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫৪

সুনামগঞ্জ -৩ আসনে এগিয়ে এম এ মান্নান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এগিয়ে রয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পর্যন্ত আসনটির মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।  এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান ২৩ হাজার ১১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪৪৫ ভোট। সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩৭

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন যারা
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদন করায় সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব নির্বাচিত করা হয়েছে। জেলার স্থানীয় সরকার বিভাগ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আরও পড়ুন : ইতিহাসে আজকের এই দিনে   জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষ্যমাত্রা পূরণে অসামান্য অবদান রাখায় জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব নির্বাচিত হয়েছেন এই ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়। আরও পড়ুন : ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ   সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ অবদান রাখায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, একই উপজেলার শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান ও সচিব জেলায় শ্রেষ্ঠ হয়েছেন। তাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে সম্মান জানানো হবে।
০৪ জানুয়ারি ২০২৪, ১০:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়