• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। কিন্তু এই ম্যাচের স্কোয়াডে নেই পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যে স্কোয়াড চূড়ান্ত করেছে কোচ রবের্তো।  রোনালদো ছাড়া বাদ পড়েছেন আরও সাতজন। বাদ পড়াদের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম। বাকিরা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।  তবে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।  সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী।
১৯ মার্চ ২০২৪, ১৪:০৬

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন
ন্যাটোর নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের সরকারের কাছে চূড়ান্ত নথিপত্র হস্তান্তর করেন। এটি ছিল সুইডেনের উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) জোটে যোগদানের শেষ ধাপ। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মধ্যে গত দুই বছর ধরে আলাপ-আলোচনার মধ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সুইডেন ন্যাটোর সদস্যপদ পেয়েছে।খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এসব নথি পাওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যারা অপেক্ষা করে তারা ভাল কিছু পায়। অপরদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন বলেছেন, আজ সত্যিই একটি ঐতিহাসিক দিন। সুইডেন এখন ন্যাটোর সদস্য। প্রসঙ্গত, স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত।এ দুটি দেশের ন্যাটোতে যোগদান রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের একটি অতিরিক্ত চাপ।
০৮ মার্চ ২০২৪, ০৯:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়