• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০ পিস স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। ৪০টি স্বর্ণের বারের ওজন ৪ কেজি ৬৩৩ গ্রাম। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী পলিয়ানপুর সীমান্তের ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির (৪০)। ৫৮ বিজিবি পরিচালক এইচ এম সালাহউদ্দীন চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিকেল সাড়ে ৪টার দিকে ছয়ঘড়িয়া নামক স্থানে মহেশপুর থেকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা। এই সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২৪, ০৩:২২

হিলি সীমান্তে বাংলা নববর্ষ পালিত
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”- কবিগুরুর এই উক্তিকে মনে রেখে পুরাতনকে মুছে ফেলে নতুনকে গ্রহণ করতে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১।  রোববার (১৪ এপ্রিল) সকালে বর্ষবরণ উপলক্ষে হিলি সীমান্তের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে করে একই স্থানে এসে শেষ হয়।  শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বর মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।  আরও উপস্থিত ছিলেন হাকিমপুর-হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল আলম, উপজেলা আ. লীগের সহসভাপতি সোহরাব হোসেন প্রতাপ, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে। বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে নাগরদোলা, ঘোড়ার গাড়ি ও বিভিন্ন রকমের দোকান বসায় সব বয়সের ছেলে মেয়েরা আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করেছেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি আরা।
১৪ এপ্রিল ২০২৪, ১৮:৪২

বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।  রোববার (১৪ এপ্রিল) দুপুর ১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়।  বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন বিএসএফ ভারত হিলি ক্যাম্পের বানারশি দাসের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।  বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। 
১৪ এপ্রিল ২০২৪, ১৪:২৮

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।   বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের ১১নং সাব-পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্প কমান্ডার এসআই কুরান দেবকোকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১-এর ৪নং সাব-পিলারের শূন্যরেখায় ভারতের গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাতকে মিষ্টি উপহার দেওয়া হয়।  এ সময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বলেন, সীমান্তে ২ বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।   এ সময় চকগোপাল ক্যাম্প কমান্ডার এসআই কুরান দেব ও গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাত ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
১১ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি।  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়। এ সময় বিজিবির দলটি সীমান্তের ২৮৯ এর ১নং সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১ কেজি পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। তিনি আরও জানান, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
১১ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরের হিলি সীমান্তে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।   বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২ বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয়। বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দোলোয়ার হোসেন ভারতের বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার জাসবির সিংকে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পক্ষান্তরে ভারত হিলি বিজিবি ক্যাম্প কমান্ডার জাসবির সিংও বিজিবিকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দেন।  এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।  বিজিবি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে তাদের ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি তারাও ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
১১ এপ্রিল ২০২৪, ১৫:৩১

থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে টেকনাফ সীমান্তে 
মিয়ানমারের রাখাইন রাজ্যের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। শনিবার (৬ এপ্রিল) বিকেলে সীমান্তের বেশ কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা। স্থানীয়রা জানান, হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বদিকে মিয়ানমারের মংডু শহরের উত্তরে বলিবাজার, শিলখালী, নাকপুরা, হাস্যুরাতা ও নাখ্যংদিয়া থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। নতুন করে ওইসব এলাকায়ও সংঘাত ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব এলাকায় আরাকান আর্মি ও সেদেশের সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘাত হয়। সীমান্তের এসব এলাকায় শনিবার ভোররাত পর্যন্ত অর্ধশতাধিক বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। বিশেষ করে সাবরাং ইউনিয়ন, সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, হোয়াইক্যংয়ের খারাংখালী, ঝিমংখালী, হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, পুরানবাজার, ফুলের ডেইল, চৌধুরীপাড়া, টেকনাফ সদরের আলীখালি, লেদা, মুচনী, জাদীমুড়া, দমদমিয়া, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া, চৌধুরীপাড়া, কেকেপাড়া, জালিয়াপাড়াসহ অন্তত ৩০টি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরে প্রচুর গোলাগুলি হচ্ছে। মনে হচ্ছে তাদের অপারেশন আরও বেশি ভয়ংকর রূপ নেবে। এ ছাড়া গোপন সূত্রে জানতে পারলাম ট্রলারে করে কিছু রোহিঙ্গা সীমান্তে ঢুকে যাচ্ছে। তবে আমরা খোঁজখবর নিচ্ছি, কারও বাসাবাড়িতে অবস্থান করছে কি না। যদি আমরা খবর পাই, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তের এ পরিস্থিতিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
০৬ এপ্রিল ২০২৪, ২২:৩৯

আবারও টেকনাফ সীমান্তে থেমে থেমে বিস্ফোরণের শব্দ
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। থেমে থেমে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে।  শুক্রবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনতে পায় এপারের সীমান্তবর্তী বাসিন্দারা। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শতাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের পূর্বদিকে মিয়ানমারের বলিবাজার, শিলখালী, নাফপুরা গ্রামে সংঘাতময় পরিস্থিতির খবর পেয়ে এপারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মিয়ানমারে গোলাগুলি ও বিস্ফোরণ এখন প্রতিদিনই হচ্ছে। সীমান্তের বাসিন্দাদের তাই সব সময় আতঙ্কে থাকতে হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কিছু দিন বন্ধ থাকার পর রাখাইনে নতুন করে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে। শুক্রবার সকাল থেকেও মর্টার শেল, গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়।  
০৬ এপ্রিল ২০২৪, ০৭:১১

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত এবং অপর একজন আহত হয়েছেন।  মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।  নিহত সাইফুল ইসলাম (৩০) রাধানগর ইউনিয়নের মৃত হাসান আলীর ছেলে এবং আহত রাজু একই ইউনিয়নের ভোলার ছেলে। গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহতের বিষয়ে শুনেছি। ঘটনা জানার পর আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ। শুনেছি মরদেহ বিএসএফ নিয়ে গেছে। রাধানগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় কয়েকজন যুবক। এই সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হন। এই ঘটনার পর সাইফুল ইসলামের মরদেহ বিএসএফ নিয়ে যায়। নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৪৩

হিলি সীমান্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা
দিনাজপুরের হিলি সীমান্তে বিভিন্ন কাপড়ের দোকানে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের কেনাকাটায় সরগরম সীমান্তের বিভিন্ন বাজারগুলো। ক্রেতাদের অভিযোগ সব জিনিসপত্রের দাম বেশি, তবুও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে সবাই ছুটছে মার্কেটগুলোতে। তবে সাধ ও সাধ্যের ফারাকে কিছুটা বিপাকে নিম্ন আয়ের মানুষ। এই চিত্র দিনাজপুরের হিলি সীমান্তের বাজারের। ঈদ উপলক্ষে বিভাগীয় ও জেলা শহরের বড় বড় মার্কেট উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে এ সীমান্তবর্তী হিলির বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে ঈদবাজার। নানান বয়সী মানুষের পদচারণায় মুখরিত দোকানগুলো। দোকানিরা হরেক রকমের ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন। নানান ডিজাইনের নতুন নতুন ঈদ পোশাক সাজিয়ে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতা শুরু করেছে দোকানিরা।  সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ক্রেতারা বিভিন্ন ঈদবাজারে ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতো, কসমেটিকসসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এ বছরও কেনাকাটায় তরুণী ও গৃহবধূদের প্রাধান্যই বেশি।  হিলি বাজারে ঈদ মার্কেট করতে আশা কয়েকজন ক্রেতা বলেন, এ বছর পোশাকের দাম বিগত বছরগুলোর তুলনায় বেশি। ফলে আমাদের সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। তবুও ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা মার্কেট করতে আসছি।  হিলি বাজারের দোকানি তওহীদুল ইসলাম বলেন, এ বছর বিক্রি কম হচ্ছে। আমরা যেভাবে আশা করছিলাম সেই রকম বিক্রি হচ্ছে না। রমজান মাস, আবহাওয়া অনেক গরম, যার ফলে দিনের বেলায় ক্রেতা সংখ্যা অনেক কম। তবে রাতের বেলায় ক্রেতা কিছুটা চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দোকান খোলা রাখতেছি। কয়েক দিন পরেই ঈদ, আশা রাখছি বিক্রি ভালো হবে।  এ দিকে হিলি বাজারের বাজার কমিটির সাধারণ সম্পদাক আরমান আলী বলেন, ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। হিলি বাজারে ছোট-বড় মিলিয়ে পোশাকের দোকান আছে প্রায় একশটি। এবারের ঈদে এ বাজারে প্রায় ৩০ কোটি টাকার পোশাক, কসমেটিকস এবং মসলা জাতীয় পণ্য কেনাবেচার আশা ব্যবসায়ীদের।
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়